আগামী ২৯ জুন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে। সেদিন চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সকল বিভাগ, জেলা ও মহানগরে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের সভায় কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, সহশ্রম সম্পাদক হুমায়ন কবির খানসহ শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নেতারা।
মন্তব্য করুন