পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে কুয়েতে গিয়ে ছয় দিনের মাথায় মৃত্যুবরণ করলেন জাইদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক। স্ট্রোক করার পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
জানা গেছে, জাইদুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরেরগাঁও গ্রামে। তিনি নতুন ভিসায় কুয়েতের একটি কোম্পানি যান জাইদুল ইসলাম।
নিহতের আত্মীয় জাবের হোসাইন জানান, জাইদুল ইসলাম বুধবার অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।
কুয়েতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত উত্তপ্ত গরমে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন মাসের জন্য খোলা আকাশের নিচে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।
মন্তব্য করুন