কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইসমে আজম দোয়া বাংলা উচ্চারণ

ইসমে আজম দোয়া বাংলা উচ্চারণ
ইসমে আজম দোয়া বাংলা উচ্চারণ | ছবি : কালবেলা গ্রাফিক্স

‘ইসমে আজম’ আরবি শব্দ। ইসম অর্থ ‘নাম’ আর আজম অর্থ ‘শ্রেষ্ঠ’। আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে।

এ নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বড়ত্ব ও মাহাত্ম্য ফুটে ওঠে সেগুলোকে ইসমে আজম বলা হয় বলা হয়।

ইসমে আজম দোয়া :

প্রথমত-

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ

উচ্চারণ : ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। অর্থ : আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য (আল্লাহ)। তিনি ব্যতিত আর কোনো (সত্যিকার) উপাস্য নেই, তিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। (সুরা বাকারা : ১৬৩)

দ্বিতীয়ত-

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ الۡحَیُّ الۡقَیُّوۡمُ (সুনানে আবি দাউদ ১৪৯৬)

উচ্চারণ : আল্লাহু লা ইলাহা ইল্লাহহুয়াল হাইয়ুল ক্বাইয়ুম।

অর্থ : আল্লাহ তিনিই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, (সমগ্র জগতের) নিয়ন্ত্রক। হজরত আবদুল কাদের জিলানি (রহ.) বলেন, ইসমুল আজম হলো ‘আল্লাহ’ শব্দ। তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও এখলাসের সঙ্গে বলতে হবে। (মিরকাতুল মাফাতিহ, ১/৬)।

হাদিসে ইসমে আজমের ফজিলতও বর্ণনা করা হয়েছে। হজরত আনাস (রা.) সূত্রে বর্ণিত, একবার রাসুল (সা.) মসজিদে প্রবেশ করেছেন। এমতাবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়া করছিলেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।’

তখন রাসুল (সা.) তাকে বললেন, ‘তুমি জানো, তুমি কী দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ ‘ইসমে আজম’ দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন। (সুনানে তিরমিজি : ৩৫৪৪)

কোনো কোনো সাহাবি থেকে বর্ণিত আছে, الْحَيُّ ও الْقَيُّومُ আল্লাহর ইসমে আজম। ইমাম রাজি (রহ.) ও আল্লামা নববী এ মতকেই গ্রহণ করেছেন। (ফাতাওয়া উসমানি ১/২৬৪)।

আল্লামা জাজারি (রহ.) বলেছেন, আমার মতে ইসমে আজম لا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ক্বাইয়ুম।

অর্থ : আল্লাহ তিনিই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব (সমগ্র জগতের) নিয়ন্ত্রক।

ইমাম মুহাম্মদ (রহ.) বলেন, আমি ইমাম আবু হানিফা (রহ.) থেকে শুনেছি, আল্লাহ তাআলার ইসমে আজম হলো, اللَّه (আল্লাহ)।

কেননা, এটি আল্লাহর সত্তাগত নাম। তাছাড়া কোরআন মজিদে এ নামটিই ২,৬৯৭ বার এসেছে। এত বেশি অন্য নাম আসেনি। (আত-তাকরির ওয়াত-তাহবির ১/৫)।

কেউ যদি আল্লাহর নামের ওসিলায় দোয়া করে, তাহলে তা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয় না। কোরআনের তিন জায়গা থেকে এ দোয়াগুলো দেওয়া হলো-

এক. সুরা আল ইমরানের প্রারম্ভে- الٓمَّٓ ۙ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ الۡحَیُّ الۡقَیُّوۡمُ

দুই. আয়াতুল কুরসিতে- اللهُ لا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

তিন. সুরা ত্বহার ১১১ নং আয়াতে- وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ।’ (ইবনে কাছির)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১০

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১১

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১২

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৩

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৪

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৫

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৬

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৭

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

২০
X