কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
উপসচিব এনকেবির ভাইরাল পোস্ট 

পুলিশের গোলাবারুদের হিসাব হয় ধানমন্ডির এক বাসায় 

নূরুল করিম ভূঁইয়া (এনকেবি)। ছবি : সংগৃহীত
নূরুল করিম ভূঁইয়া (এনকেবি)। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে জুলাই যোদ্ধাদের একের পর এক লাশ পড়ছে তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল পুলিশের কাছে কি পরিমাণ গোলা-বারুদ রয়েছে এবং সেটা দিয়ে কতদিন চলবে তার হিসাব করে পরবর্তী পদক্ষেপ নেওয়া। ওই সময় বিশ্বস্ত কিছু সোর্সের মাধ্যমে খবর সংগ্রহ করা হয়। সেই খবর পত্রিকার পাতার জন্য নয় বরং যারা আন্দোলনের দিকনির্দেশনা দিচ্ছেন তাদের জন্য। জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের সহযোগিতার অংশ হিসেবে সরকারি বাহিনীর গতিপ্রকৃতি বোঝা ও তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে সেটা জানাও ছিল খুবই গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সমন্বয় করতে বিভিন্ন স্থানে বসতে হতো। এমনই একটি বৈঠক হয় ধানমন্ডির একটি বাসায়। সেই বৈঠকে পুলিশের অস্ত্র-গোলাবারুদ মজুতের অবস্থা, পরবর্তী সরবরাহ পরিস্থিতি সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উপসচিব নূরুল করিম ভূঁইয়া (এনকেবি)। সেই বিশ্লেষণের সারাংশ পাঠানো হয় আন্দোলনে দিকনির্দেশনা দেওয়া ব্যক্তিদের কাছে। সে তথ্য অনুযায়ী এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ৬ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এগিয়ে ৫ আগস্ট করা হয়। আর সেদিনই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়।

পুলিশের গোলাবারুদের হিসাবসহ কিছু বিষয় তথ্য তুলে ধরেছেন উপসচিব নূরুল করিব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে। সে পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

‘জুলাই যুদ্ধ আর জুলাই যোদ্ধা’ কিছু না বলা কথা শিরোনামে নূরুল করিম ভূঁইয়া লিখেছেন—

জুলাই মাসের আন্দোলন আর তাতে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে নানা ক্যারিকেচার শুনতে মন্দ লাগে না। ইতিহাস তো সবারই ভালো লাগে। কিন্তু কিছু মানুষ যখন সেই ইতিহাসের অনাহুত ক্রেডিট বেচাকেনা শুরু করে, তখন ব্যাপারটা বিরক্তিকর মনে হয়। এমন ‘বেশরমা’ লোক চারপাশে কম নেই, যাদের হাতে আসলে বিক্রি করার মতো কিছুই নেই। বিজয় পরবর্তী সময়ে দু-চারটে ছবিই তাদের একমাত্র কারেন্সি। এই ছবি-আশ্রয়ী জীবনই তাদের জীবন! যাক সেসব কথা! ইতিহাস তারা বেচতে থাকুক। আমরা নিশ্চিত, একদিন প্রকৃত ইতিহাস অবশ্যই লেখা হবে। আজ সেই ভবিষ্যৎ ইতিহাসের একটি ছোট প্লট দিয়ে রাখি।

আপনারা কি জানেন, আন্দোলনের দিনক্ষণ কীভাবে চূড়ান্ত করা হয়েছিল? যদি পিছিয়ে দেওয়ার দরকার পড়ত, তাহলেই বা কীভাবে তা করা হতো? কেন ২৮ জুলাই (২০২৪) ধানমন্ডিতে বসে থানা পুলিশের গোলা-বারুদের হিসাব কষা হয়েছিল? কারা করেছিল এই হিসাব? কীভাবে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছিল?

ঢাকার কদমতলী থানার দু’ঘণ্টার গোলা-বারুদের ব্যয় কত ছিল? কত খরচ হয়ে কতটুকু অবশিষ্ট ছিল? কখন পুলিশ গোলা-বারুদ শূন্য হয়ে যাবে? আর তখন ছাত্র-জনতা কীভাবে বিজয়ের কেতন উড়াবে? এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কার কাছে পাঠানো হয়েছিল? কীভাবে পাঠানো হয়েছিল? সিদ্ধান্ত কারা নিয়েছিল? কেন নিয়েছিল? কীভাবে নিয়েছিল? কেন কেউ বিন্দুমাত্রও আঁচ করতে পারল না? যারা সম্মুখযোদ্ধা, তারাও কেন জানতে পারল না? এসব নিয়ে একদিন বিস্তারিত লিখব। কি বলেন আলাউদ্দিন আরিফ ভাই? আপনি তো এসব ঘটনার সাক্ষীদের সাক্ষী।

প্রিয় (তথাকথিত) জুলাই যোদ্ধারা, বেশরমি ব্যবসা বন্ধ করুন। কারণ, আপনারা অনেকেই অনেক কিছু জানেন না, ঠিক টেলিফোন তারে বসে থাকা কাকের মতো। (কার ছড়া জানি না : ‘হে কাক তুমি বসে থাকো সারাদিন টেলিফোন তারের উপর, কত হৃদয় দেওয়া-নেওয়ার খবর ভেসে যায় এপার থেকে ওপারে, তুমি জানো না তার বালও!)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

১০

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

১১

দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত

১২

‌‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’

১৩

ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩

১৪

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট- সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা 

১৫

লন্ডনে তারেক রহমানের জনসভা ১৬ ডিসেম্বর

১৬

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

১৭

রোগী দেখার সময় চিকিৎসকের গেম খেলা, তদন্তে হাসপাতালে দুদক

১৮

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার

১৯

সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ

২০
X