স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজে নতুন মাইলফলকের সামনে সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এখনো অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটে এবং বলে দেশের জন্য অসংখ্য কৃতিত্ব অর্জন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইতোমধ্যে ক্রিকেট ইতিহাসের বহু রেকর্ড নিজের করে নিয়েছেন এবং বিশ্ব ক্রিকেটে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে, সাকিব বনে গেছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার, পেছনে ফেলেছেন ড্যানিয়েল ভেট্টোরির মতো কিংবদন্তিকে। এবার বাংলাদেশ ও সাকিব টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারতের। আর এই সিরিজেই সাকিবের সামনে সুযোগ আরও এক মাইলফলক স্পর্শ করার।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সাকিবের ফর্ম কিছুটা ম্লান হলেও বল হাতে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। পাকিস্তান সিরিজ শেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে সেখানেও ৯ উইকেট নিয়েছেন। এবার সামনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আরও একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ অপেক্ষা করছে তার জন্য।

বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র চারজন খেলোয়াড় ৪০০০ রান এবং ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। সাকিব সেই এলিট ক্লাবে জায়গা করে নেওয়ার দারপ্রান্তে রয়েছেন। বর্তমানে ৪০০০ রানের লক্ষ্য পেরিয়ে তিনি ৪৫৪৩ রানে অবস্থান করছেন। তবে ২৫০ উইকেট পূর্ণ করতে দরকার মাত্র ৮টি উইকেট। ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্টে এই ৮ উইকেট নিতে পারলেই সাকিব হয়ে যাবেন ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড়, যিনি এই অর্জন করবেন।

এর আগে এই কীর্তি গড়েছেন বিশ্বের চার কিংবদন্তি অলরাউন্ডার – ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। তালিকায় শীর্ষে রয়েছেন ক্যালিস, যিনি ১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান ও ২৯২টি উইকেট নিয়েছেন। কপিল দেব ১৩১ টেস্টে ৫২৪৮ রান এবং ৪৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, আর ইয়ান বোথাম ১০২ টেস্টে ৫২০০ রান এবং ৩৮৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। ভেট্টোরি ১১৩ টেস্টে ৪৫৩১ রান এবং ৩৬২ উইকেট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।

সাকিব আল হাসানের সামনে এই অর্জন তার ক্যারিয়ারের আরও একটি মাইলফলক হয়ে থাকবে। ভারতের বিপক্ষে টেস্টে সাকিব তার অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেওয়া যাবে না নির্বাচনে

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

১২

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

১৩

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

১৪

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১৫

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

১৬

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

১৭

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

১৮

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

১৯

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

২০
X