স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। একই সঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুবাই থেকে জুমের মাধ্যমে যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিটিংয়ে উপস্থিত একজন পরিচালক বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার বিসিবি হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো।’

হাথুরুসিংহের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা। যদিও বিসিবি সভাপতি সরাসরি নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী ক্রিকেটার ছিলেন নাসুম আহমেদ। এ ঘটনায় বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য যে শাস্তি দেওয়া হয়েছে, সেটাই উপযুক্ত।’

এছাড়া হাথুরুসিংহের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল দীর্ঘ সময় ধরে ছুটি কাটানোর। ফারুক জানান, ‘তিন মাসের বেশি সময় ছুটি কাটানোও অসদাচরণের মধ্যে পড়ে। তার জবাবদিহি থাকা উচিত ছিল, যা তিনি করেননি।’

হাথুরুসিংহে প্রথমবার বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ২০২৩ সালে তিনি আবারও দলের কোচ হিসেবে যোগ দেন। যদিও এইবারও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার অধ্যায়ের ইতি ঘটল।

ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বিসিবি ইতোমধ্যে অনুমোদন করেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

পুকুরে মিলল রুপালি ইলিশ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

১০

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১১

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১২

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১৩

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৪

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১৫

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

১৬

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১৭

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১৮

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

১৯

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X