শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। একই সঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুবাই থেকে জুমের মাধ্যমে যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিটিংয়ে উপস্থিত একজন পরিচালক বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার বিসিবি হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো।’

হাথুরুসিংহের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা। যদিও বিসিবি সভাপতি সরাসরি নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী ক্রিকেটার ছিলেন নাসুম আহমেদ। এ ঘটনায় বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য যে শাস্তি দেওয়া হয়েছে, সেটাই উপযুক্ত।’

এছাড়া হাথুরুসিংহের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল দীর্ঘ সময় ধরে ছুটি কাটানোর। ফারুক জানান, ‘তিন মাসের বেশি সময় ছুটি কাটানোও অসদাচরণের মধ্যে পড়ে। তার জবাবদিহি থাকা উচিত ছিল, যা তিনি করেননি।’

হাথুরুসিংহে প্রথমবার বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ২০২৩ সালে তিনি আবারও দলের কোচ হিসেবে যোগ দেন। যদিও এইবারও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার অধ্যায়ের ইতি ঘটল।

ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বিসিবি ইতোমধ্যে অনুমোদন করেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১০

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১১

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১২

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৩

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৪

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৫

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৬

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৭

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৮

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৯

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

২০
X