ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতি ও পিংকির সেঞ্চুরি

পিংকি ও জ্যোতির শতকে উদযাপন । ছবি : সংগৃহীত
পিংকি ও জ্যোতির শতকে উদযাপন । ছবি : সংগৃহীত

নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ফারজানা হক পিংকির খুনসুটিটা অন্যরকম। ভারত সিরিজের সময় একবার জ্যোতি বলেছিলেন, তাদের মধ্যে প্রতিযোগিতা হয় ওয়ানডেতে কে আগে সেঞ্চুরি করবে! অবশ্য জ্যোতি সেক্ষেত্রে পিছিয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দুবার ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন পিংকি। তবে লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে পিংকিকে ছাপিয়ে গেলেন জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মধ্যাঞ্চলের এই অধিনায়ক। শুধু সেঞ্চুরিই নয়, সেটাকে দেড়শতে নিয়ে গেছেন তিনি। পিংকিও পিছিয়ে থাকেনি। কয়েক ঘণ্টার মধ্যেই সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের হয়ে খেলা পিংকিও। জমজমাট বিসিএলের শেষ দিনে দুই সেঞ্চুরির পাশাপাশি ৬ উইকেটের কীর্তি গড়েছেন স্পিনার জান্নাতুল সুমনা। এ ছাড়াও পাঁচ উইকেট নিয়েছেন দক্ষিণাঞ্চলের রাবেয়া খান।

রাজশাহীর একেএম কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের সঙ্গে ড্র করেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল। জ্যোতির ১৫৩ রানের অপরাজিত ইনিংসে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চলও। শেষ দিনে দারুণ প্রতিরোধ গড়ে মধ্যাঞ্চল। সেঞ্চুরি তুলে নেন ওপেনার পিংকি। এতেই ড্রয়ের স্বস্তি মেলে উত্তরাঞ্চলের। বাংলা ট্র‌্যাকে অন্য ম্যাচে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১৯৩ রানের গুটিয়ে যায় পূর্বাঞ্চল। পরে ৩৪৭ রান তোলে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে থামে পূর্বাঞ্চল। ১২ রানের সহজ লক্ষ্য পেয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। তবে এ ম্যাচে বেশ কয়েকটি বড় ইনিংস হলেও কেউই তিন অঙ্ক ছুঁতে পারেনি।

জ্যোতিদের মধ্যাঞ্চল দাপুট দেখিয়েছে। উদ্বোধনী জুটিতে তারা ১২৪ রানের দারুণ সংগ্রহ পায়। এরপর কয়েকটি উইকেট হারালেও মাঝে জ্যোতি এসে দলকে বড় পুঁজির দিকে এগিয়ে নিয়ে যান। সেঞ্চুরির পর দেড়শও ছুঁয়ে অপরাজিত থেকে গেছেন তিনি। জয়ের তাগিদেই দ্রুত ইনিংস ঘোষণা করেছিলেন। কিন্তু প্রতিপক্ষের দুই ওপেনার শেষ দিনে এসে হুক্কারই দিলেন যেন। উদ্বোধনী জুটিতেই রেকর্ড রান তোলেন ইশমা তানজিম ও পিংকি। ১৯৬ রানের এই জুটি ভেঙে মধ্যাঞ্চলকে ব্রেক থ্রু এনে দেন দিশা বিশ্বাস। ১০ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে পিংকিকে আর আক্ষেপ পোহাতে হয়নি। ১০২ রানের অপরাজিত ইনিংসে দলকে ড্রয়ের স্বস্তি দিয়ে মাঠ ছেড়েছেন তিনি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন : সালাউদ্দিন আহমদ

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

১০

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

১১

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১২

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

১৩

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

১৪

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

১৫

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

১৬

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

১৭

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৮

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

১৯

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

২০
X