স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ছাড়াও যেসব বাংলাদেশি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছিলেন

নিষিদ্ধ হয়েছিলেন যেসব তারকা। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ হয়েছিলেন যেসব তারকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়ের নতুন সংযোজন হয়ে গেল। আন্তর্জাতিক ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বোলিং নিষেধাজ্ঞার শিকার হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বার্মিংহামের পর চেন্নাইতেও তার বোলিং অ্যাকশন পরীক্ষা পাস করতে ব্যর্থ হওয়ায় আইসিসি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করেছে।

সাকিবের এই নিষেধাজ্ঞা দেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা। যদিও সাকিব এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৯ সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় অ্যান্টি-করাপশন নীতিমালা ভাঙার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে এবারই প্রথম বোলিং নিয়ে ঝামেলায় পড়লেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এখন থেকে সাকিব ব্যাটারের ভূমিকাতেই কেবল মাঠে নামতে পারবেন।

সাকিবই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নন, যিনি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন। দেখা যাক বাংলাদেশের আর কারা নিষিদ্ধ হয়েছিলেন বোলিং অ্যাকশনের জন্য:

আব্দুর রাজ্জাক

এই তালিকার শুরুতে রয়েছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় এক টেস্ট ম্যাচে তার একটি ডেলিভারি প্রশ্নবিদ্ধ হলে বোলিং পরীক্ষা শেষে তাকে নিষিদ্ধ করা হয়। তবে ২০০৯ সালের মার্চে অ্যাকশন সংশোধনের পর তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।

সোহাগ গাজী ও আল আমিন

২০১৪ সালে একই ধরনের নিষেধাজ্ঞায় পড়েন অফ-স্পিনার সোহাগ গাজী। তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর ২০১৫ সালে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠেন তিনি। একই বছরে ডানহাতি পেসার আল-আমিন হোসেনের অ্যাকশন নিয়েও প্রশ্ন ওঠে, তবে প্রথম পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হন।

তাসকিন আহমেদ ও আরাফাত সানি

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ ও আরাফাত সানি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন। পরবর্তীতে চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে তারা আবার বোলিংয়ে ফিরতে সক্ষম হন।

বিশ্ব ক্রিকেটের তারকারা

বিশ্ব ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার উদাহরণ নতুন নয়। পাকিস্তানের শোয়েব আখতার, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকসহ অনেক তারকা ক্রিকেটারই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তবে এই বাধা কাটিয়ে পুরোনো ছন্দে ফেরা বেশিরভাগ সময়েই কঠিন হয়ে পড়ে।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটে বড় এক শূন্যতার সৃষ্টি করলেও, দল তাকে ব্যাটিংয়ে আরও অবদান রাখতে দেখার অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা

দাদির হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশুটি, অতঃপর...

প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

সরোজ মেহেদীর মায়াজালের মোড়ক উন্মোচন

যুবদলের কমিটিতে স্থান পাওয়া সেই ছাত্রলীগ-যুবলীগের পাঁচজনের পদ স্থগিত

নারী ফুটবল ইস্যু / জটিলতা কাটলেও ক্ষত শুকাবে তো!

গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার

ভাতা করে দেওয়ার নামে টাকা নেন মেম্বার

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ উদ্যোগ সরকারের

ইউক্রেনকে সহায়তা করবে ট্রাম্প, চায় দুর্লভ খনিজের অর্ধেক মালিকানা

১০

সেই অধ্যাপকের বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

১১

ইমরানুর নেই, দ্রুততম মানব কে!

১২

‘আশিয়ান সিটি’ দিচ্ছে ঢাকায় জমি ক্রয়ের সুযোগ

১৩

বান্দরবানে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

১৪

এক বাসাতেই লুকিয়ে ছিলেন জামাই-শ্বশুর, অতঃপর...

১৫

চট্টগ্রামে ওয়াসার মোড়ে বোমা সদৃশ বস্তুর খবরে আতঙ্ক

১৬

জলবায়ু নিয়ে ঢালাও রাষ্ট্রীয় বয়ান পরিবর্তন জরুরি : শারমীন এস মুরশিদ

১৭

নির্বাচনের জন্য জনগণকে যেন রাস্তায় মরতে না হয় : গয়েশ্বর

১৮

‘কাগমারী সম্মেলনে স্বাধীনতার বীজ বুনেছিলেন মওলানা ভাসানী’

১৯

নারীরাই ধরিয়ে দিলেন নেত্রীকে, অতঃপর...

২০
X