স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ছাড়াও যেসব বাংলাদেশি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছিলেন

নিষিদ্ধ হয়েছিলেন যেসব তারকা। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ হয়েছিলেন যেসব তারকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়ের নতুন সংযোজন হয়ে গেল। আন্তর্জাতিক ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বোলিং নিষেধাজ্ঞার শিকার হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বার্মিংহামের পর চেন্নাইতেও তার বোলিং অ্যাকশন পরীক্ষা পাস করতে ব্যর্থ হওয়ায় আইসিসি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করেছে।

সাকিবের এই নিষেধাজ্ঞা দেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা। যদিও সাকিব এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৯ সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় অ্যান্টি-করাপশন নীতিমালা ভাঙার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে এবারই প্রথম বোলিং নিয়ে ঝামেলায় পড়লেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এখন থেকে সাকিব ব্যাটারের ভূমিকাতেই কেবল মাঠে নামতে পারবেন।

সাকিবই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নন, যিনি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন। দেখা যাক বাংলাদেশের আর কারা নিষিদ্ধ হয়েছিলেন বোলিং অ্যাকশনের জন্য:

আব্দুর রাজ্জাক

এই তালিকার শুরুতে রয়েছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় এক টেস্ট ম্যাচে তার একটি ডেলিভারি প্রশ্নবিদ্ধ হলে বোলিং পরীক্ষা শেষে তাকে নিষিদ্ধ করা হয়। তবে ২০০৯ সালের মার্চে অ্যাকশন সংশোধনের পর তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।

সোহাগ গাজী ও আল আমিন

২০১৪ সালে একই ধরনের নিষেধাজ্ঞায় পড়েন অফ-স্পিনার সোহাগ গাজী। তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর ২০১৫ সালে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠেন তিনি। একই বছরে ডানহাতি পেসার আল-আমিন হোসেনের অ্যাকশন নিয়েও প্রশ্ন ওঠে, তবে প্রথম পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হন।

তাসকিন আহমেদ ও আরাফাত সানি

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ ও আরাফাত সানি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন। পরবর্তীতে চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে তারা আবার বোলিংয়ে ফিরতে সক্ষম হন।

বিশ্ব ক্রিকেটের তারকারা

বিশ্ব ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার উদাহরণ নতুন নয়। পাকিস্তানের শোয়েব আখতার, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকসহ অনেক তারকা ক্রিকেটারই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তবে এই বাধা কাটিয়ে পুরোনো ছন্দে ফেরা বেশিরভাগ সময়েই কঠিন হয়ে পড়ে।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটে বড় এক শূন্যতার সৃষ্টি করলেও, দল তাকে ব্যাটিংয়ে আরও অবদান রাখতে দেখার অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঘরের সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

নুর ইস্যুতে ভুয়া অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

সপ্তাহে দুদিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরির সুযোগ

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

লাল টি-শার্ট পরা যুবককে নিয়ে পোস্ট রাশেদ খানের

‘স্যার, নাটক আর কত’, আসিফ নজরুলকে নীলা ইসরাফিল

ভারত সফরে যাচ্ছেন পুতিন

১০

নুরকে দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল

১১

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার’

১২

ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ ৪৪তম

১৩

‘ওই নারী যদি ভাগ্যে থাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন’

১৪

টানা ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৫

গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

মাথায় আঘাত পেলে কী করবেন

১৭

নুর-সম্রাটদের ওপর হামলা চালানো লাল টি-শার্ট পরা কে এই যুবক?

১৮

কমলা হ্যারিসের রাষ্ট্রীয় সুবিধায় ট্রাম্পের হস্তক্ষেপ

১৯

নির্বাচনী রোডম্যাপের পর অনেকের অস্থিরতা বেড়েছে : মোনায়েম মুন্না

২০
X