শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। সে কারণে পথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। এদিকে জ্বরের কারণে লিটন কুমার দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তবে লিটনের এই অনুপস্থিতির সুযোগ দারুণভাবে লুফে নিবেন স্কোয়াডে থাকা দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ তামিম।
শ্রীলঙ্কার ক্যান্ডিতে দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটায় জানিয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৪৪.৭৫ গড়ে ১৭৯ রান সংগ্রহ করেছিল তামিম। ৪ ম্যাচের তিনটিতেই ফিফটি তুলে নেন বয়সভিত্তিক বিশ্বকাপজয়ী ওপেনার। সেখানে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। এবার সেই শ্রীলঙ্কাতেই মূল দলের জার্সি গায়ে দেওয়ার সামনে দাঁড়িয়ে তামিম। লিটন কুমার দাসের জ্বরের কারণে আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে তানজিদের। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
রঙ্গনা হেরাথ বলেন, ‘সে (তানজিদ) ইমার্জিং দলের হয়ে দুর্দান্ত খেলেছেন। আমার কাছে মনে হয় এশিয়া কাপে যারা ড্যাবুটেন্ট রয়েছে তাদের অভিষেক হতে পারে। এর মধ্যে নাঈম-তামিম রয়েছে। আশা করি তারা লিটনের অনুপস্থিতির সুযোগ দুই হাতে লুফে নেবে।’
তামিমের সঙ্গে ইমার্জিং এশিয়া কাপে খেলেছেন নাইম শেখও। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন নাইম। ফলে আবারও জাতীয় দলের জায়গা ফিরে পেয়েছেন এই ওপেনার। ইমার্জিং টুর্নামেন্টের অভিজ্ঞতা আসন্ন এশিয়া কাপে কাজে লাগাবেন নাঈম এমনটায় মনে করেন শ্রীলঙ্কান এই কোচ।
নাঈমের প্রসঙ্গে হেরাথ বলেন, ‘সে ফিরে এসেছে দেখে ভালো লাগছে। ইমার্জিং এশিয়া কাপে ভালো করেছে নাঈম। তার এখানে খেলার অভিজ্ঞতা ও জ্ঞান আছে যেটা তাকে ভালো করতে সাহায্য করবে। সে ভালো একটি অবস্থায় আছে। এই মুহূর্তে সে ভালো করছে।’
আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে আর্ন্তজাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। হয়তো কালই নাঈম-তামিমকে একইসঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে।
মন্তব্য করুন