স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব ছাড়লেন নিউজিল্যান্ডের সফলতম কোচ

গ্যারি স্টিড। ছবি : সংগৃহীত
গ্যারি স্টিড। ছবি : সংগৃহীত

কিউইদের প্রধান কোচ হিসেবে সাত বছরের দীর্ঘ এক সফল অধ্যায়ের ইতি টানতে চলেছেন গ্যারি স্টিড। চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ৫৩ বছর বয়সী এই কোচ। বুধবার (৪ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এর আগে তিনি সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিলেও এখন লাল বলের কোচ হিসেবেও নতুন চুক্তিতে ফিরছেন না স্টিড। পরিবর্তে এনজেডসি সিদ্ধান্ত নিয়েছে—তিন ফরম্যাটের জন্য একজনই প্রধান কোচ থাকবেন।

গ্যারি স্টিড নিঃসন্দেহে নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন। তার অধীনে কিউইরা ২০২১ সালে জিতেছে প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এছাড়া ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, এবং পাঁচটি আইসিসি সাদা বলের ফাইনালে পৌঁছানো—সবই ঘটেছে স্টিডের কোচিং যুগে।

স্টিডের সময়ে কিউইরা উঠেছিল আইসিসি টেস্ট ও ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে। এই অর্জনগুলো তাকে নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে স্মরণীয় করে রাখবে নিঃসন্দেহে।

বিদায় ঘোষণার সময় স্টিড বলেন, 'গত সাত বছরে অনেক দারুণ স্মৃতি জমেছে, একটি অসাধারণ ও প্রতিভাবান দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যারা নিজেদের সেরাটা দিয়েছে দেশের জন্য। ব্রেন্ডন ম্যাককালাম ও মাইক হেসন যে ভিত্তি রেখে গিয়েছিলেন, আমি কেবল তা আরও মজবুত করার চেষ্টা করেছি।`

তিনি আরও বলেন, 'তিন ফরম্যাটেই প্রতিযোগিতামূলক হতে পারা আমাদের বড় প্রাপ্তি। আমি চাই ভবিষ্যতেও সবাই জানুক—ব্ল্যাক ক্যাপস দল কখনো ভেঙে পড়ে না, বরং সর্বদা লড়াই করে।'

স্টিডের নিজের চোখে তার কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত দুটি—ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় ও ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সাফল্য।

এনজেডসিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্টিড বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্ত্রী র‍্যাচেল ও সন্তান অ্যালেক্স ও লিবির প্রতি। তিনি বলেন, 'তাঁদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমার এই যাত্রায়।'

নিউজিল্যান্ড সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন গ্যারি স্টিডের বিদায়ে বলেন, 'স্টেডি পুরোটা উজাড় করে দিয়েছেন দলের জন্য। তিনি শুধু সেরা কোচই নন, বরং আরও ভালো একজন মানুষ। তার পরিকল্পনা, পেশাদারিত্ব আর নিবেদন ছিল অসাধারণ। তিনি আমাদের ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে স্মরণীয় থাকবেন।'

গ্যারি স্টিডের বিদায়ে একটি যুগের সমাপ্তি ঘটছে নিউজিল্যান্ড ক্রিকেটে—একটি এমন যুগ, যা সাফল্য, ধারাবাহিকতা এবং দলগত ঐক্যের এক অনন্য নিদর্শন। এখন দেখার পালা, কে আসেন তাঁর স্থলাভিষিক্ত হয়ে কিউইদের নতুন অধ্যায়ে নেতৃত্ব দিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১০

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১১

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১২

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৩

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৪

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৫

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৬

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৭

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

২০
X