চলমান এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত। টাইগারদের হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালও নিশ্চিত করেছে তারা। দারুণ জয়ের দিন লজ্জার এক রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবের দল।
ক্রিকেটে ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ এ কথাটা বেশ প্রচলিত। এবারের এশিয়া কাপেও অংশগ্রহণকারী দলগুলোকে প্রচুর ক্যাচ মিস করতে দেখা গেছে। ক্যাচ ছাড়ার সেই তালিকায় সবার শীর্ষে অবস্থান ভারতের। এশিয়া কাপে এখন পর্যন্ত সূর্যকুমার যাদবের দলই সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে।
বাংলাদেশ ম্যাচে ভারত একটি কিংবা দুটো নয়, ক্যাচ ছেড়েছে ৫টি। ৬৯ রান করা সাইফ হাসান একাই জীবন পেয়েছেন চারবার। বাংলাদেশ-ভারত ম্যাচ পর্যন্ত সব মিলিয়ে সূর্যকুমার যাদবের দল এবারের এশিয়া কাপে ক্যাচ ছেড়েছে ১২টি। আর তাতেই লজ্জার রেকর্ডের শীর্ষে অবস্থান ভারতের। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং। তারা ছেড়েছে ১১টি।
তালিকার তিনে থাকা বাংলাদেশ ক্যাচ ছেড়েছে ৮টি। চারে অবস্থান শ্রীলঙ্কার। তারা ক্যাচ ছেড়েছে ৬টি। পাকিস্তান ক্যাচ ছেড়েছে মাত্র তিনটি। সবচেয়ে কম ২টি ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপে এত ক্যাচ মিস হওয়ার পেছনে যৌক্তিক একটা কারণও রয়েছে। ক্রিকেট বিশ্বে বাকি স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট পাইলন স্টাইলের। কিন্তু আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট ‘রিং অব ফায়ার’ ডিজাইনের। এই ফ্লাডলাইটের আলো ফিল্ডারের চোখের নিচের অংশে গিয়ে লাগে। সাদা বল দ্রুত ছুটে এলে ফিল্ডারের পক্ষে তাৎক্ষণিকভাবে বল ধরা একটু কঠিন।
মন্তব্য করুন