গুয়াহাটি বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে একতরফা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড নারী দল। বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ন্যাট সিভার-ব্রান্টের দল ব্যাট-বল দু’দিকেই দেখাল আধিপত্য।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। সেই সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করেন বলাররা। মাত্র ২০.৪ ওভারে প্রোটিয়া নারীরা গুটিয়ে যায় ৬৯ রানে—যা তাদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এত বাজে ব্যাটিং প্রদর্শনী এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাসে বড় ধাক্কা হয়েই আসবে।
৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ওপেনার ট্যামি বোমন্ট ও অ্যামি জোন্স কোনো ঝুঁকি নেননি। দু’জনই দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে মাত্র ১৪.১ ওভারে দলকে জেতান। হাতে তখনও বাকি ছিল ২১৫ বল!
এটি ইংল্যান্ড নারী দলের ওয়ানডে ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয়, বল হাতে বাকি থাকার হিসাবে। এর আগে ২০১৩ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ২৪৩ বল হাতে রেখে জয় পেয়েছিল ইংলিশরা।
রেকর্ডের খাতায় ইংল্যান্ড
বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচেই এমন একপেশে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসে ইংল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে এখন কঠিন পথ—ব্যাটিং লাইনআপে ধস কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই তাদের বড় চ্যালেঞ্জ।
মন্তব্য করুন