স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে বাংলাদেশের অবস্থান ক্রমেই জটিল রূপ নিচ্ছে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর এবার সামনে এলো বড় আর্থিক ঝুঁকির কথাও। সাবেক বিসিবি সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক স্পষ্ট করে জানিয়েছেন—বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে টুর্নামেন্ট থেকে নিজেদের রাজস্ব অংশ হারাতে পারে বোর্ড।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বিসিবির এই অবস্থানের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান–কে বাদ দেওয়ার ঘটনা।

এই প্রেক্ষাপটে সৈয়দ আশরাফুল হক মনে করেন, বিষয়টি এখনও পুরোপুরি বাংলাদেশের হাতের বাইরে যায়নি। তাঁর ভাষায়, ভারত সরকার চাইলে বাংলাদেশ দলের জন্য ‘হেড অব স্টেট’ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে সিদ্ধান্তের বল আবারও বাংলাদেশের কোর্টেই ফিরে আসবে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার অভিজ্ঞতায় বলছি, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা অত্যন্ত কঠিন। যদি আইসিসি ম্যাচ সরাতে রাজি না হয় এবং বাংলাদেশ নিজে থেকেই অংশ না নেয়, তাহলে বিশ্বকাপ থেকে প্রাপ্য রাজস্ব পাওয়ার সম্ভাবনা খুবই কম। একই সঙ্গে এতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি দ্বন্দ্বেও জড়াতে পারে বিসিবি।”

এদিকে মুস্তাফিজ ইস্যুর প্রতিবাদ হিসেবে বাংলাদেশ সরকার আসন্ন আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো “যৌক্তিক ব্যাখ্যা” দেয়নি বিসিসিআই। এই সিদ্ধান্তকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তার প্রভাব পড়ছে সরাসরি ক্রিকেটেও।

সব মিলিয়ে, বিশ্বকাপের আগে বাংলাদেশ এখন এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে—নিরাপত্তা উদ্বেগ, কূটনৈতিক বাস্তবতা আর সম্ভাব্য বড় অঙ্কের আর্থিক ক্ষতির মধ্যে কোন পথ বেছে নেবে বিসিবি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

১০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

১১

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

১২

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

১৩

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১৫

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১৬

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৭

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৯

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

২০
X