কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেডআরএফ। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেডআরএফ। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে ফাউন্ডেশনের অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। দোয়া মাহফিলে তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এর আগে কোরআন তিলাওয়াত করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতে অংশ নেন ডা. জুবাইদা রহমানসহ জেডআরএফের বোর্ড অব ডিরেক্টররা।

ডা. জুবাইদা রহমান জেডআরএফ কার্যালয়ে গেলে নিচে তাকে স্বাগত জানান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। কার্যালয়ে উঠেই খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে স্বাক্ষর করে নিজের অনুভূতির কথা লেখেন ডা. জুবাইদা রহমান।

দোয়া মাহফিলে আরও অংশ নেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান‌ ডাইরেক্টর (এডমিন), অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ডাইরেক্টর (ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী ডাইরেক্টর (প্ল্যানিং), ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ ডাইরেক্টর (প্রোগ্রাম), ডা. মোস্তফা আজিজ সুমন, প্রকৌশলী মো. মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, এডভোকেট মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম কাগজী, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম‌, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. ইকবাল, ডা. এএসএইচ পারভেজ, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নুসহ অনেকেই।

দোয়া মাহফিলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X