মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তার কারণেই কাচের রুমে সৈকত!

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশের নাগরিক নিরাপদ নয়—এমন বক্তব্য সরকারের পক্ষ থেকে বারবারই জানানো হচ্ছে। সে কারণেই দেশটিতে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করতে গিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

যদিও প্রচলিত ধারা ভেঙে সিরিজটি শেষ করেছেন সৈকত। তিন ম্যাচের কোনোটিতেই তাকে অনফিল্ডে দেখা যায়নি; প্রতিটি ম্যাচেই তিনি দায়িত্ব পালন করেছেন টিভি আম্পায়ারের ভূমিকায়—কাচের রুমে বসে। ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা, নিরাপত্তাজনিত কারণেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি অভিজ্ঞ এই আম্পায়ারকে।

ভারত সিরিজের আগে আম্পায়ার হিসেবে ১১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেন সৈকত। তার মধ্যে ৭২টিতে ছিলেন অনফিল্ডের দায়িত্ব; বাকি ৪৬টিতে ছিল টিভি আম্পায়ারের ভূমিকায়। কিন্তু ভারত-নিউজিল্যান্ড সিরিজের তিনটিতেই টিভি আম্পায়ারের চেয়ারে দেখা যায় তাকে! কেন এমনটা হলো—সে প্রশ্নই এখন দেখা যাচ্ছে।

আইসিসির বর্তমান নিয়মে প্রতিটি আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে ২জন নিরপেক্ষা আম্পায়ার রাখা হয়। বাকিরা থাকেন স্বাগতিক দেশের নিজস্ব আম্পায়ার। ম্যাচে অনফিল্ডে স্বাগতিক একজনের সঙ্গে থাকেন নিরপেক্ষ একজন আম্পায়ারও। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়াররাই সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। আবার তাদের মধ্যে প্রথম ম্যাচে যিনি অনফিল্ডে থাকেন, পরের ম্যাচে তাকে দেখা যায় টিভি আম্পায়ারের ভূমিকায়। তিন ম্যাচের সিরিজগুলোতে একজন আম্পায়ার অন্তত একটি ম্যাচ হলেও অনফিল্ডে থাকেন।

কিন্তু রোববার শেষ হওয়া ভারত-নিউজিল্যান্ড সিরিজেই দেখা গেল ভিন্ন কিছু। এই সিরিজে এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশের সৈকত ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। তবে তিন ম্যাচেই টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় ছিলেন সৈকত; অনফিল্ডে দেখা গেছে ইংলিশ আম্পায়ার ইলিংওর্থকে। কেন এমনটা করা হয়েছে—সেটা নিয়ে আইসিসি থেকে যদিও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অনেকেরই ধারণা, বাংলাদেশ-ভারত চলমান নিরাপত্তাজনিত কারণেই অনফিল্ডে ছিলেন না সৈকত!

কিউইদের বিপক্ষে ৩টি ভিন্ন ভেন্যুতে খেলেছে ভারত। প্রথম ওয়ানডে ছিল গুজরাটের ভদোদরায়, পরের ম্যাচটি রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলেন গুজরাটের আরেকটি ভেন্যু রাজকোটে। আর সিরিজের শেষ ম্যাচটি হয়েছিল দেশটির মধ্যপ্রদেশের ভেন্যু ইনদোরে। কিন্তু তিন ম্যাচের মধ্যে একবারও অনফিল্ডে দেখা যায়নি সৈকতকে। বাংলাদেশি হওয়াতে নিরাপত্তার ভয় থেকেই এমন সিদ্ধান্ত কি না, সে প্রশ্ন এখন থেকেই যাচ্ছে। কেননা, ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তার ভয় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প ভেন্যুর জন্য আইসিসির সঙ্গে আলোচনা করে যাচ্ছে বিসিবি। যদিও এখন পর্যন্ত কোনো সুখবরই মেলেনি। উল্টো বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভবিষ্যৎ কী হতে পারে, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১০

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১১

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১২

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৩

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৪

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৫

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৬

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৯

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০
X