শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহকে দয়া করে ওপরে খেলান : ওয়াসিম

মাহমুদউল্লাহ রিয়াদকে উপরে খেলানোর অনুরোধ ওয়াসিমের  । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদকে উপরে খেলানোর অনুরোধ ওয়াসিমের । ছবি : সংগৃহীত

এবারে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিংকে ব্যর্থ বললে মনে হয় কম বলা হয়ে যায়। ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার সবাই ব্যর্থ খালি ব্যতিক্রম এই বিশ্বকাপে যার খেলার কথা ছিল না সেই মাহমুদউল্লাহ রিয়াদ।

এবারের বিশ্বকাপে দারুণ ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে পেয়েছেন শতকের দেখাও। তবে তার ব্যাটিং পজিশনটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন- কেন তাকে এত পিছনে খেলানো হচ্ছে। পাকিস্তান ও ভারতের অনেক সাবেক ক্রিকেটাররা বারবার প্রশ্ন করেছেন, কেন রিয়াদকে ছয়ে কিংবা সাতে খেলানো হচ্ছে। লোয়ার অর্ডারে খেলানোর কারণে রিয়াদ নিজের সামর্থ্যটা দেখাতে পারছে না। আবারও একই মত দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত পরাজয়ের ম্যাচে ছয় নম্বরে নেমে দারুণ এক শতক হাঁকিয়ে দলকে লজ্জার পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপরই তাকে উপরে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। তবে শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষেও মাহমুদউল্লাহকে নামানো হয়েছে সাত নম্বরে। তিনি যখন ক্রিজে নেমেছেন, ততক্ষণে বাংলাদেশের জয়টা অনেকটাই ফিঁকে হয়ে গেছে। আর মাহমুদউল্লাহর ব্যাটও কাল হাসেনি। টাইগার এই অভিজ্ঞ ব্যাটার করেছেন মাত্র ২০ রান।

ডাচদের কাছে বাংলাদেশের হার দেখে হতাশ ওয়াসিম আকরাম। আগেও রিয়াদকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলানোর কথা বলেছিলেন তিনি। ‘এ স্পোর্টস’র এক অনুষ্ঠানে আবার রিয়াদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন তিনি, টাইগার টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করলেন যেন তাকে উপরের দিকে খেলানো হয়।

আকরাম বলেন, ‘দয়া করে মাহমুদউল্লাহকে উপরে খেলান। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটারকে চারে অথবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে। আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে।’

মাহমুদউল্লাহর পাশাপাশি ওয়াসিম কথা বলেছেন বাংলাদেশ দলের নানা সমস্যা নিয়েও। দলের ব্যাপারে আগে ভাবতে বলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

ওয়াসিম আকরাম বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেস্ট খেলছে। গড়পড়তা পারফরম্যান্সও বাংলাদেশ করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে রাজনীতি কী, কারণটা কী! দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

ঢাকা কলেজে উত্তেজনা

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

১০

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

১১

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

১২

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

১৩

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

১৪

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

১৫

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

১৬

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

১৭

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

১৮

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

১৯

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

২০
X