

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশের অনীহার পর আইসিসির অবস্থানকে ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে যথাযথ গুরুত্ব না দেওয়াকে তিনি সংস্থাটির নীতিগত ধারাবাহিকতা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য নেতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউসুফ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের গুরুত্বের দিকটি তুলে ধরেন। তার বক্তব্যের মূল সুর ছিল—দর্শকসংখ্যা ও বাজারমূল্যের দিক থেকে বাংলাদেশ এককভাবে অনেক দেশের সম্মিলিত উপস্থিতির সমান, ফলে এমন একটি দেশের উদ্বেগ উপেক্ষা করা আইসিসির নীতিনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলে।
বিশ্লেষকদের মতে, ইউসুফ মূলত আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলেছেন। তার ইঙ্গিত ছিল—নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হলেও, বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের সহানুভূতি বা সুবিধা দেওয়া হয়নি, যা ক্রিকেটের ন্যায্যতা ও সমতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক।
প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৪ জানুয়ারি আইসিসির কাছে তাদের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। তবে ২১ জানুয়ারি আইসিসি বোর্ড সভার পর জানানো হয়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরপর গত শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায় আইসিসি।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আগেই জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আচরণকে অন্যায্য মনে করলে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ বর্জনের পথও বিবেচনায় নেওয়া হতে পারে। সাম্প্রতিক এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও নিশ্চিত করেছেন নাকভি। বোর্ড সূত্র জানায়, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবার অথবা সোমবার।
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে দেশের অন্যতম শীর্ষ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অবসরের পর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমান ইস্যুতে তার অবস্থান পাকিস্তান ক্রিকেট মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা উসকে দিয়েছে।
মন্তব্য করুন