ভারতের ছুড়ে দেওয়া ২৩০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রার জবাবে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। পঞ্চম ওভারের মধ্যে উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। জাসপ্রিত বুমরার অসাধারণ দুই ডেলিভারিতে সাজঘরে ফিরে যান দুই ইংলিশ ওপেনার।
মালানকে ১৪ রানে বোল্ড হন ভারত পেসার। পরের বলে জো রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বুমরা। গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের পথ ধরেন ইংলিশ তারকা। বুমারার পর লখনৌর একানা স্টেডিয়ামে শুরু হয় মোহাম্মাদ শামি শো। টানা দুই ওভারে ফিরিয়ে দেন অলরাউন্ডার বেন স্টোকস ও কেয়ারস্টোকে। ১০ বলে ০ রানে বোল্ড হন ইংলিশ অলরাউন্ডার। বেয়ারস্টোকেও ৩৮ রানে সরাসরি বোল্ড করেন ডানহাতি এই পেসার।
এর আগে প্রথমে ব্যাটিং করে অধিনায়ক রোহিত শর্শার ৮৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে স্বাগতিক ভারত।
মন্তব্য করুন