স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রায়েম স্মিথের চোখে বিশ্বকাপ ফাইনাল খেলবে যে দুই দল

বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল নিয়ে জানালেন স্মিথ। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল নিয়ে জানালেন স্মিথ। ছবি: সংগৃহীত

ভারতে চলছে আইসিসি ২০২৩ ‍ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। গ্রুপপর্বের ৩০ ম্যাচের পর মোটামুটি ধারণা পাওয়া গেছে শিরোপার দৌড়ে কয়টি দেশ আছে। ষষ্ঠ ম্যাচ শেষ হওয়ার পর মোটামুটি সব বিশ্লেষকই কোন দুটি দল ফাইনাল খেলবে সে ভবিষ্যদ্বাণী দেওয়া শুরু করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ।

প্রোটিয়াদের সাবেক এই অধিনায়কের চোখে তার নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

আয়োজক দেশ ভারত এখন পর্যন্ত হওয়া ৬ ম্যাচেই জিতেছে। তাদের এই ফর্মকে হিসাবে রেখে নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকেও ফাইনালে দেখছেন স্মিথ। তিনি বলেন, ‘ভবিষ্যদ্বাণী করা সবসময়ই কঠিন। আমার মনে হয়, শীর্ষে ভারত, দক্ষিণ আফ্রিকা দুইয়ে, নিউজিল্যান্ড তিনে এবং অস্ট্রেলিয়া চার নম্বরে রয়েছে। আমি মনে করি, সম্ভবত এটাই নকআউট পর্বের জন্য আপনার সম্ভাব্য শীর্ষ চার হতে চলেছে।’

বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলছে তাতে বেশ খুশি স্মিথ। যদিও এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি সাক্ষাৎ ঘটেনি। তবুও আগামী ৫ নভেম্বর প্রোটিয়ারা কলকাতায় ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচ নিয়ে তিনি কতটা উত্তেজিত তা জানালেন স্মিথ। দু’দলকে ফাইনালে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করছি, তারা ফাইনালে খেলবে। আমি বুধবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছি, তবে যদি তারা ফাইনালে যায় তাহলে আমার টিকিট কাটতে হবে। এ ছাড়া একটি হোটেল পাওয়ারও চেষ্টা করতে হবে আহমেদাবাদে।’

বাভুমা-ডি ককদের পারফরম্যান্সে বেশ খুশি স্মিথ, ‘ভারত এতটাই প্রভাবশালী হয়েছে যে, তাদের পরীক্ষাও করা হয়নি। আমি ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে অনেকবার খেলেছি। এটা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। খেলার জন্য এটি একটি দুর্দান্ত স্টেডিয়াম। আমাদের খেলোয়াড়রা অনেক ভালো করেছে, তারা প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এটি একটি দারুণ লড়াই হচ্ছে।’

নক-আউট পর্বে আরও কঠিন লড়াই হবে বলে মনে করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান দেখিয়েছে যে, তাদের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা রয়েছে। তবে অস্ট্রেলিয়াও ভালো খেলতে শুরু করেছে। নিউজিল্যান্ড জানে কীভাবে জিততে হয়। নকআউট কঠিন হতে চলেছে। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া শীর্ষ চারে উঠতে পারে বলে আমার অনুমান। স্বপ্ন সত্যি হলে ফাইনালটা হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের মধ্যে।’

ছয় জয় নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রোহিত শর্মার দল। এক ম্যাচ কম জিতে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আফ্রিকা। সমান চারটি করে জয়ে এরপর যথাক্রমে অবস্থান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। পাঁচে থাকা আফগানিস্তান জিতেছে তিন ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

চুরির অপবাদে মাইকিং, ফল ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

একটানে জালে উঠল ৪০০ মণ ছুরি মাছ

জাপার ভাঙা অফিসে গণভোট প্রচারের ঘোষণা

তারেক রহমানের সঙ্গে জমিয়ত ও ইসলামী ঐক্যজোটের সাক্ষাৎ

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী

১০

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

১১

‘ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান’

১২

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

১৩

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৪

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক

১৫

তামিমকে ‘দালাল’ বলা পরিচালককে নোটিশ পাঠাল বিসিবি

১৬

আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

১৭

ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

১৮

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক ক্যাম্পেইন চালাবে ডাকসু : সাদিক কায়েম

১৯

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব

২০
X