বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা। ইংলিশদের এমন ব্যর্থতাকে বিশ্বাসই করতে পারছেন না দেশটির কিংবদন্তি অধিনায়ক নাসের হুসেইন। ভারতে চলমান বিশ্বকাপের মঞ্চে জস বাটলারদের টানা ৫ ম্যাচ হারায় ডেইলি মেইলে লেখা এক কলামে বিস্ময় প্রকাশ করেছেন এই সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
২০১৯ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দাপট দেখিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশরা। কিন্তু এবার সেই দলটিই নেই পরিচিত ছন্দে। একের পর এক পরাজয়ে খাদের কিনারে চলে গেছে ইংল্যান্ড। প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে স্টোকস-বাটলাররা। ইংল্যান্ডের এখন যে অবস্থা, তাতে তারা ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও পড়ে গেছে বড় শঙ্কার মধ্যে। আইসিসির নতুন নিয়মানুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিকদের পাশাপাশি খেলবে ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ সাত দল। ইংলিশ কিংবদন্তি অধিনায়ক নাসের হুসেইন দলের এমন ব্যর্থতায় বিশ্বাসই করতে পারছেন না। কারণ দলটির স্কোয়াডে রয়েছে বেন স্টোকস, জস বাটলার, জো রুট, জনি বেয়ারস্টো, মার্ক উড, আদিল রশিদ, মঈন আলীদের মতো বিশ্বসেরা তারকা ক্রিকেটাররা। আর এই দলই কিনা বিশ্বকাপের মঞ্চে ৬ ম্যাচের ৫টিতেই হারে। নাসের হুসেইন বলেন, ‘ইংল্যান্ড দলে এত এত প্রতিভা। যে দলে বেন স্টোকস, জস বাটলার, জো রুট, আদিল রশিদ জনি বেয়ারস্টোরা আছেন, সেই দল কীভাবে বিশ্বকাপে এত ম্যাচ হারে? সেই দল কীভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে, যেখানে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়!’
তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপে একের পর এক ভুল করেছে। বিশ্বকাপ যত গড়িয়েছে, ইংলিশরা ভুলের মাত্রা তত বাড়িয়েছে। এমনকি দল নির্বাচনেও টিম ম্যানেজমেন্ট একের পর এক ভুল করে গেছে।’
গতকাল ভারতকে ২২৯ রানে বেঁধে রেখেছিল ইংল্যান্ড। কিন্তু সেই রানই তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে তাসের ঘরের মতো। মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ব্যাটারদের অবিশ্বাস্য ব্যর্থতায় স্বাগতিকদের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। টানা চারটি ম্যাচ হারায় পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে জস বাটলারে দল।
মন্তব্য করুন