অ্যাঞ্জেলো ম্যাথুসের বহুল আলোচিত ‘টাইমড আউট’-এর ঘটনায় আলোচনায়-সমালোচনায় ব্যস্ত সমগ্র ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের এই আউট নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিশ্লেষকরা পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করেছে। এই ঘটনার পাঁচ দিনের মাথায় এবার বিবৃতি দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা- এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)।
এমসিসি ‘টাইমড আউট’ নিয়মের পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটির ব্যাখ্যায় জানা গিয়েছে, ক্রিকেটের নিয়ম অনুযায়ী বাংলাদেশ দল ও মাঠের দুই অনফিল্ড আম্পায়ার কোনো ধরনের ভুল করেননি। ম্যাথুস যদি হেলমেটের সমস্যা বুঝতে পেরে মাঠের আম্পায়ারদের জানাতেন, তাহলে লঙ্কান অলরাউন্ডারকে অতিরিক্ত সময় দেওয়ার কথা ভাবতে পারতেন আম্পায়াররা।
এমসিসি আরও জানিয়েছে, ক্রিকেটের গতি ধরে রাখতে ও খেলোয়াড়দের নিকট থেকে অকারণে সময়ের অপচয় এড়াতে খেলাটিতে টাইমড আউট আইনের প্রয়োজন রয়েছে।
ক্রিকেট ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার আউটের ঘটনায় খেলাটির চেতনা রক্ষার্থে এই নিয়মের প্রয়োজনীয়তার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে এমসিসি। তবে এই নিয়মের প্রয়োজনীয়তার বিষয়েও ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।
ব্যাখ্যাতে এমসিসি জানিয়েছে, ‘এই নিয়ম ছাড়া একজন ব্যাটার উইকেট অযথা সময় অপচয় করতে পারেন। যখন দিনের আলো কমতে থাকে এবং ড্র হতে পারে, তখন এই সময় নষ্ট করা একটি সমস্যা হিসেবে দেখা দিতে পারে। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেট বা মন্থর ওভার রেটের কারণে ফিল্ডিং দলকে শাস্তির মুখেও পড়তে হয়। এমনকি ব্যাটার যদি ইচ্ছা করে সময় অপচয় নাও করে, তবু খেলাটির গতি ধরে রাখতে ও দুই উইকেটের মাঝে অকারণে বিরতি এড়াতে টাইমড আউটের প্রয়োজনীয়তা রয়েছে।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ২৫তম ওভারে ক্রিজে প্রবেশ করেন ম্যাথুস। অপর ব্যাটার চারিথ আসালাঙ্কার সঙ্গে হাত মিলিয়ে ব্যাটিং প্রান্তে স্ট্রাইকের জন্য যান তিনি। এ পর্যন্ত সব কিছু ঠিক ছিল। তবে এরপরই ঘটে বিপত্তি। বল খেলার আগ মুহূর্তে হেলমেট আটতে ফিতায় টান দেন ম্যাথুস। ফিতা ছিড়ে গেলে হেলমেট নিয়ে আসতে ডাগ আউটের দিকে ইশারা করেন লঙ্কান ব্যাটার। তখন নতুন হেলমেট নিয়ে আসতে ২ মিনিটের বেশি সময় নেন অতিরিক্ত খেলোয়াড়।
এরই মধ্যে আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ার মারাইস ইরাসমাস টাইগার অধিনায়কের আবেদন নিশ্চিত হয়ে ম্যাথুসকে আউট ঘোষণা করেন।
মন্তব্য করুন