সিলেটে দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডের দুটি উইকেট শিকার করেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় সেশনেও একই চিত্র। তবে সংখ্যাটা আরও বাড়তে পারত। অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছেন স্বাগতিক ফিল্ডাররা। এ ছাড়া ভাগ্য সহায়ক হওয়ায় কিউইদের সাবেক অধিনায়ক বেশ কয়েকবার বেঁচে যান অল্পের জন্য।
চা বিরতির আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৮ রান। বিরতির পর উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেলকে (৬) সাজঘরে ফেরান নাঈম হাসান। এর আগে লাঞ্চ বিরতির পর দ্বিতীয় স্পেলে ফিরেই হেনরি নিকোলসকে (১৯) আউট করেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। পরে ৪১ রানে ড্যারিল মিচেল, তাইজুলের শিকার হন।
মিচেলের পর উইলিয়ামসনকেও সাজঘরে ফেরাত পারত টাইগাররা। নাঈম হাসানের ফুল লেংথ ডেলিভারির বলে সুইপ করেন উইলিয়ামসন। ঠিকঠাক মতো টাইমিং না হওয়ায় ক্যাচ উঠে মিড উইকেটে। কিন্তু সহজতম ক্যাচটি লুখে নিতে ব্যর্থ তাইজুল। ফলে জীবন পেলে বড় ইনিংস খেলছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। কিন্তু ব্যক্তিগত ২১ লাথামকে ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। কনওয়েকে (২১) ফিরে কিউইদের ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে ইনিংস টানছিলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। কিন্তু লাঞ্চ বিরতির পর দুজনের ৫৪ রানের জুটি ভাঙেন শরীফুল ইসলাম। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে আবারও বড় জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ।
মন্তব্য করুন