স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

২১৬ রানের লজ্জার হারে সিরিজ পরাজয় জ্যোতিদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ফলে দুদলের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি রুপ নিয়েছিল অলিখিত ফাইনালে। টিম টাইগ্রেসের সামনে সুযোগ ছিল প্রোটিয়াদের তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ার। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৬ রানের বিশাল ব্যবধানে হারায় সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনীর।

শনিবার (২৩ ডিসেম্বর) বেনোনির উইলোমোর পার্কে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ২১৬ রানে বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক লরা উলভার্টের ১২৬ ও তাজমিন ব্রিটসের ১১৮ রানের সুবাদে ৪ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ৩১.১ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা।

৩১৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপযয়ে পরে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২৮ রানের মধ্যে ফিরে যায় টপ অর্ডারের চার ব্যাটার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি ৮ রানে বিদায় নেন। অধিনায়ক নিগার মাত্র ৩ রানে সাজঘরের পথ ধরেন। পঞ্চম উইকেটে ৩৬ রানের জুটি গড়েন ফাহিমা খাতুন ও রিতু মনি। তবে এ জুটি ভাঙার পর বালির বাঁধের মতো গুড়িয়ে যায় টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু মনি। আর ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৫ রান। প্রোটিয়াদের হয়ে মারিজানা ক্যাপ ও নাদিন ডি ক্লার্ক তিনটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। উদ্বোধনী জুটিতে ৪২.১ ওভারে রেকর্ড ২৪৩ রান সংগ্রহ করে প্রোটিয়া ওপেনাররা। সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটারই। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট ১৩টি চার এবং ১টি ছক্কায় ১২৬ রানে মারুফার শিকার হন। আরেক ওপেনার তাজমিন ব্রিটস অন্যদিকে ৮টি চার এবং ২টি ছক্কায় ১১৮ রানের ইনিংসে রিতু মনির বলে সাজঘরে ফেরেন। রেকর্ড জুটি গড়ার ৮ রানের ব্যবধানে বিদায় নেন দুই প্রোটিয়া ওপেনার। তাদের বিদায়ের পর সুনি লুসের ১৭ বলে ৩৪ এবং আনিকে বোশের ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ৩১৬ রানে থামে প্রোটিয়াদের স্কোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X