ধুঁকতে থাকা টেস্ট ক্রিকেটকে একপ্রকার নতুন জীবনই দিয়েছে ইংল্যান্ডের ‘বাজবল’। আর ইংলিশদের এই ভয়ডরহীন ক্রিকেট প্রয়োগের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ধরা হয় তরুণ ব্যাটার হ্যারি ব্রুককে। দ্রুতই শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে ছিলেন এই ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন। রোববার (২১ জানুয়ারি) ইংলিশরা ভারতে পা রাখলেও ব্যক্তিগত জরুরি কারণে দল রেখে দেশে ফিরে গেছেন হ্যারি ব্রুক।
রোববার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ব্রকের দেশে ফেরার কারণ সম্পর্কে কিছু জানায়নি বোর্ড। ব্রুকের জায়গায় দলে ড্যান লরেন্স ডাক পেয়েছেন।
অবশ্য ব্রুককে বিরক্ত না করার জন্য বিবৃতি দিয়েছে ইসিবি। ইসিবি বিবৃতিতে বলেছে জানিয়েছে, ‘এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।’
ভারতের বিপক্ষে আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্টের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটারের হুট করে দল ছাড়া কিছুটা হলেও সমস্যায় ফেলবে বেন স্টোকসদের। অবশ্য বিকল্প হিসেবে ইতোমধ্যে তারা দলে ভিড়িয়েছে ২৬ বছর বয়সী ব্যাটার লরেন্সকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট খেলে ২৯ গড়ে ৫৫১ রান করেছেন লরেন্স। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ইসিবি।
এদিকে সিরিজের ২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্টর। তৃতীয়, চর্তুথ ও পঞ্চম ম্যাচ যথাক্রমে ১৫ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন