সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করছে আফগানিস্তান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছে সফরকারীরা।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার জাজাইকে ক্যাচে পরিণত করেন বাঁ-হাতি স্পিনার নাসুম। পরের ওভারে আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে শিকারে পরিণত করেন বাংলাদেশ ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম আক্রমণে এসেই টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে আউট করেন।
মন্তব্য করুন