স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের হাতেই বাবরদের দায়িত্ব!  

বাবরদের দায়িত্ব পাচ্ছেন কারস্টেন? ছবি : সংগৃহীত
বাবরদের দায়িত্ব পাচ্ছেন কারস্টেন? ছবি : সংগৃহীত

প্রায় ২৮ বছর পর ভারতকে পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পিছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ভারত জাতীয় দলের প্রধান কোচ গ্যারি ক্যারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর পর নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে কোচিং করিয়ে আইপিএলেও এসেছেন তিনি। এবার পাকিস্তান ক্রিকেট দলের ভাগ্য ফেরাতে অভিজ্ঞ এই কোচকেই নিয়োগ দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ পিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ ছাড়াও টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার জেসন গিলেস্পিকে।

অনেকটা দীর্ঘ সময় ধরে প্রধান কোচের খোঁজ করছিল পিসিবি। অবশেষে তাদের সন্ধান শেষ হয়েছে। ইংল্যান্ডের ফর্মূলা অনুসরণ করে সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে ক্যারস্টেন ও গিলেস্পির বিষয় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবে পিসিবি। পিসিবির আগে নিজেদের ওয়েবসাইটে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এবং আবেদনের শেষ তারিখ জানানো হয় ১৫ এপ্রিল।

এদিকে কিউইদের সঙ্গে ১৮ এপ্রিলের টি-টোয়েন্টি সিরিজের আগেই কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চায় পিসিবি। অবশ্য তাদের চোখে জুনে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও থাকার কথা।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় মিকি আর্থারকে। ব্র্যাডবার্ন পান ছেলেদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। আর গত বছরের এপ্রিল থেকে সাবেক প্রোটিয়া ক্রিকেটার পুটিক জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী প্রধান কোচের একটি পদও রেখেছে পিসিবি। এই পদে আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল।

কোচ হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’-এর দায়িত্বে আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। ২০১৪-১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১০

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১১

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১২

রামপুরায় বাসে আগুন

১৩

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৪

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৫

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৬

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৭

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৮

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৯

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

২০
X