স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিটনেস টেস্টে তরুণদের ভিড়ে মুশফিকের চমক

ফিটনেস টেস্টর সময় ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
ফিটনেস টেস্টর সময় ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

লঙ্কানদের সঙ্গে টেস্ট সিরিজ শেষের পর থেকেই জাতীয় দলের কার্যক্রম থেকে বিরতিতে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে চলতি মাস শেষেই আবার শুরু হচ্ছে টাইগারদের ব্যস্ততা। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত-সাকিবরা। এই সিরিজ এবং জুনে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরখ করছে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট।

ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে শনিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়েছেন জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় ৩৫ ক্রিকেটার। তবে শুধু বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটাররাই নন, এদিন ছিলেন টেস্ট ও ওয়ানডে দলের বিবেচনায় থাকা সদস্যরাও।

বাংলাদেশের তপ্ত গরম থেকে ক্রিকেটারদের অল্প হলেও বাঁচতে সকাল সকাল শুরু হয় বিসিবির এই ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের অংশ হিসেবে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩৫ ক্রিকেটারকে দুই গ্রুপে ভাগ করে হওয়া এই রানিং প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে সেরা হয়েছেন টাইগারদের দুই পেসার। এক গ্রুপ থেকে তরুণ পেসার নাহিদ রানা প্রথম হয়েছেন আরেক গ্রুপে সবার আগে দৌড় শেষ করেন তানজিম হাসান সাকিব। তবে চমক দেখিয়েছেন বর্তমান দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টি দল থেকে অবসর নিলেও এই সিনিয়র ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে দৌড়েছেন। এরমধ্যে যে গ্রুপে তানজিম সাকিব সেরা হয়েছেন সেই গ্রুপে দুই নম্বরে থেকে দৌড় শেষ করেছেন টাইগারদের এই উইকেটকিপার ব্যাটার।

অবশ্য মুশফিক ভালো করলেও বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে সবার সিনিয়র ৩৮ পেরোনো মাহমুদউল্লাহ দৌড় শেষ করেছেন সবার শেষে।

ফিটনেস সেশন শেষে জাতীয় দলের ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি গণমাধ্যমকে জানান, ডিপিএল-বিপিএলের পর ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বোঝার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘এই পরীক্ষার মাধ্যমে খেলোয়াড়দের অবস্থাটা কেমন সেটা বুঝলাম। এটার মধ্যে পাস-ফেলের কিছু নেই। ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে এরপরে ওদের ফিটনেসের অবস্থা কী, সেটা জানার জন্য এই উদ্যোগ। এটা জানার পর খেলোয়াড়দের কাকে কী অনুশীলন করাতে হবে এটা খুঁজে বের করব। ওদের জানিয়ে দেব, ওভাবে আমরা প্রয়োগ করব।’

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে। আর বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্মদিন আজ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

১০

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

১১

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

১২

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

১৩

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

১৪

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৫

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১৬

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১৭

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১৮

রামপুরায় বাসে আগুন

১৯

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X