শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সিরিজেই রানে ফিরবেন বলে বিশ্বাস লিটনের

বারবার স্কুপ শট খেলে ব্যর্থ হওয়ার পরেও সেই কাজ করে গেছেন লিটন। ছবি : সংগৃহীত
বারবার স্কুপ শট খেলে ব্যর্থ হওয়ার পরেও সেই কাজ করে গেছেন লিটন। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন লিটন দাসের হলোটা কি? এক সময় তিন ফরম্যাটে টাইগারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারের ব্যাটে অনেক দিন ধরেই রানের দেখা নেই। দলের জন্য গুরুত্বপূর্ণ এই ব্যাটারের অফফর্ম নিয়ে বেশ চিন্তিতই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার (৭ মে) জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ১২ রানের বেশি করতে পারেননি তিনি। অফফর্মের পাশাপাশি লিটনের আউট হওয়ার ধরণটাও ভাবাচ্ছে ক্রিকেট ভক্তদের। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লিটন স্বীকার করে নিলেন নিজের অফ ফর্মের কথা। তবে এর সঙ্গে তার বিশ্বাস খুব শীঘ্রই তিনি আবার রানে ফিরবেন।

লিটন সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মেনে নেন তিনি নিজের চেনা ফর্মে নেই। তিনি বলেন, 'অবশ্যই (চেনা রূপে নাই)। চেষ্টা করছি, হচ্ছে না। পরিশ্রম করছি। এমন না যে পরিশ্রম করছি না। অনেক সময় আপনি পরিশ্রম করবেন, কিন্তু ক্রিকেট তো এটা। হতেই পারে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন না। চেষ্টা করছি। অবশ্যই আমার ভালো করা উচিত।’

তবে লিটনের আশা সিরিজের শেষ দুই ম্যাচে সুযোগ পেলে তিনি ভালো কিছু করবেন। তিনি বলেন, ‘দেখা যাক আরও দুটো ম্যাচ আছে। আমি যেভাবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার চেষ্টা করি, সেভাবেই খেলছি। আশা করি সামনের ম্যাচেই আমার ব্যাট হাসবে।’

লিটনকে নিয়ে সবচেয়ে বেশি যে কথাটি উচ্চারিত হয়েছে তা হলো তার আউটের ধরণ। গতকালের ম্যাচেও পরপর দুই বলে স্কুপ শট খেলতে ব্যর্থ হয়ে তৃতীয় বলে একই শট খেলতে যেয়ে আউট হন লিটন।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ক্রিকেট বিশ্লেষক, সকলেই মুখর হয়েছে সমালোচনায়। সেই ব্যাখা হিসেবে বলেন, ‘না না তেমন না (জোর করে স্কুপ মারা)। আমার কাছে মনে হয়েছিলো ওটাই আমার কাছে আদর্শ (বিকল্প)। এজন্য আমি এটা চেষ্টা করেছি। দেখেন ব্যাটে লেগে স্টাম্পে লেগেছে। এটা যদি ওদিক দিয়ে চলে যেত তাহলে বাউন্ডারি পেয়ে যেতাম। এটা ক্রিকেটের একটা অংশ। একটা ব্যাটারের এরকম হবেই। কোন সময় ভালো শট খেলেও আউট হয়ে যাবেন। কোন সময় খারাপ খেলেও রান পেয়ে যাবেন। চেষ্টা করে যাচ্ছি।’

গণমাধ্যমে তার সমালোচনা নিয়ে লিটন বলেন, 'গণমাধ্যমকে আমার পক্ষ থেকে কিছু বলার নেই। আমার কাজ আমি করে যাচ্ছি। সেটা যদি হোটেলে থেকেও হয়, ওটা যদি উন্নতির কাজ হয় ওটাও করব। আসলে মানুষ সব সময় ফলাফল আশা করে। আপনি যদি টানা পাঁচদিন অনুশীলন না করেন তাহলেও ভালো। কিন্তু নিয়মিত অনুশীলন করেও যদি ব্যর্থ হন তাহলে ভাববে ওটাই খারাপ। ওটা নিয়ে উদ্বিগ্ন না। নিজেকে কতটা দিতে পারছি ম্যাচে, অনুশীলনে ওটা বেশি গুরুত্বপূর্ণ।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X