সবশেষ কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। মূলত ব্যাটিং অর্ডারে সাত নম্বর পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে বাদ দেওয়া হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম হলেও নিজের প্রস্তুতি সেরে রাখতে চান তিনি। একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা যায় মিডল অর্ডার ব্যাটারকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ। ছবি ক্যাপশনে তিনি লিখেছেন চ্যালেঞ্জ ইউর স্টোরি। আগামী ৩০ আগস্ট শুরু হওয়ার কথা এশিয়া কাপ। এবার পাকিস্তান ও শ্রীলঙ্কা হবে এশিয়ার সর্বোচ্চ এই আসর।
ধারণা করা হচ্ছে এশিয়া কাপে চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড। সেই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হবে কিনা, তা নিশ্চিত নয়। এরপরও নিজে প্রস্তুত রাখছেন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটার।
মন্তব্য করুন