স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ডেমিরালের জোড়া গোলে কোয়ার্টারে তুরস্ক

ডেমিরালের গোলে ১৬ বছর পর কোয়ার্টারে তুরস্ক। ছবি : সংগৃহীত
ডেমিরালের গোলে ১৬ বছর পর কোয়ার্টারে তুরস্ক। ছবি : সংগৃহীত

চলমান ইউরোর রাউন্ড অব ১৬-এর শেষ ম্যাচে মেরিহ ডেমিরালের জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। ডেমিরালের করা দুটি গোলের প্রথমটি ছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নকআউট পর্বের দ্রুততম গোল। তুরস্কের এই জয় অস্ট্রিয়াকে হতবাক করেছে কারণ তারা ভেবেছিল কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের সাথে লড়াই করবে তারা, তুরস্ক নয়।

বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। এই বিজয়ী বেছে নেওয়ার সবকিছু উন্মত্ত গতিতে হওয়ার ভারী বৃষ্টির মধ্যে খেলা হয়েছিল এবং উভয় দলই তাদের উজ্জীবিত সমর্থকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে পুরো ম্যাচ জুড়েই।

তুরস্ক ম্যাচের শুরুর সুরটি নির্ধারণ করে মাত্র ৫৭ সেকেন্ডের মধ্যে একটি গোল করে। আর্দা গুলারের নেওয়া কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় অস্ট্রিয়া। সেই সুযোগ নেয় তুরস্ক এবং ডেমিরাল কাছাকাছি থেকে পাউন্স করে লেইপজিগের রেড বুল অ্যারেনায় তুরস্ক ভক্তদের উন্মত্ততায় পাঠান।

ম্যাচে ঘণ্টাখানেক পার হওয়ার কিছুক্ষণ আগে একই যুগল আবারও একত্রিত হয়। অস্ট্রিয়া চাপ বাড়িয়ে তুললেও, একটি পাল্টা আক্রমণে আরেকটি গুলারের কর্নারে ৬ ফুট ৪ ইঞ্চি সেন্টার-ব্যাক ডেমিরাল শক্তিশালী হেড দিয়ে গোল করেন। দ্বিতীয় গোলের পরও স্ট্যান্ড থেকে একই ধরণের করতালির প্রতিক্রিয়া নিয়ে আসে এবং তুরস্কের ম্যানেজার ভিনসেনজো মন্টেলা এবং তার স্কোয়াডের বন্য উদযাপনকে উস্কে দেয়।

তবে তখনও অনেক কাজ বাকি ছিল। প্রথমার্ধে অস্ট্রিয়া কোনো লক্ষ্যবস্তুতে শট করতে না পারলেও বিরতির পর উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছিল। তারা গোলটি ফেরত পেল যখন স্টেফান পসচ মার্সেল সাবিৎসারের কর্নারে ফ্লিক করে এবং বদলি নামা মাইকেল গ্রেগোরিটস ফার পোস্টে বলটি ঘুরিয়ে অস্ট্রিয়াকে আশা দেন।

রাল্ফ রাংনিকের দল, যারা তাদের উদ্যোগী উচ্চ-তীব্রতার খেলার জন্য জার্মানিতে অনেক প্রশংসা জিতেছে, সমতা খুঁজে পাওয়ার জন্য সামনে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তারা যাই করুক না কেন, তারা তুরস্কের প্রতিরক্ষা দেয়াল টপকাতে পারে না।

অস্ট্রিয়া পথ এখন বাড়ির দিকে আর তুরস্ক ২০০৮ সালের পর তাদের প্রথম ইউরোর কোয়ার্টার-ফাইনালে অগ্রসর হয়েছে। এখন তারা শনিবার বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে ডাচদের মুখোমুখি হবে।

তুরস্ক জার্মানিতে পুরো টুর্নামেন্ট জুড়ে বিপুল এবং উজ্জ্বল সমর্থন পেয়েছে, এবং এখানে এটি মাঠে একটি অসাধারণ পারফরম্যান্স দ্বারা মিলে গেছে। তারা অস্ট্রিয়ার মধ্যমাঠের তীব্রতার সাথে মিলিত হতে পেরেছিল এবং রক্ষণও ভালো ভাবে সামলেছে। কিশোর আর্দা গুলার এবং কেনান ইলদিজের পাশাপাশি বারিস আলপার ইলমাজ, আক্রমণে গুণমান সরবরাহ করেছিলেন।

তবে তুরস্কের জয়ের মূলনায়ক গোলকিপার মের্ট গুনোক ছিলেন আরেকজন নায়ক। তিনি ১-০ স্কোর থাকা অবস্থায় মার্কো আরনাউটোভিচ থেকে চমৎকার সেভ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কোনোভাবে বন্ধ সময়ে একটি কাছাকাছি ক্রিস্টোফ বাউমগার্টনার হেডার রক্ষা করেন।

কয়েক সেকেন্ড পরে যখন শেষ বাঁশি বাজল, তখন গুনোককে তুরস্কের দল তার গোল লাইনে ঘিরে ধরে ছিল আর তাদের ভক্তরা স্ট্যান্ডে আনন্দে নাচছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X