বার্সেলোনার জার্সিতে দেন আগমনী বার্তা। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের জার্সিতেও আলো ছড়ান লামিন ইয়ামাল। স্প্যানিশদের ইউরো জয়ে রাখেন বড় ভূমিকা। শিরোপা জয়ের পর সামনে প্রকাশ্যে আসে তার প্রেমকাহিনি। তবে গুঞ্জন উঠেছে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন।
ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর স্প্যানিশদের শিরোপা উৎসবে ইয়ামালের সঙ্গে দেখা যায় এক তরুণীকে। প্রকাশ্যে ধরা পড়ে তাদের রোমান্টিক সম্পর্ক। ভাইরাল হয় যুগলের বেশকিছু ছবি।
পরে জানা যায়, অ্যালেক্স পাদিলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে লামিন ইয়ামালের। এরপর এই জুটির একসঙ্গে মিলান ভ্রমণের ছবিও ভাইরাল হয়। এমনকি তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইউরো জয়ের রেশ না কাটতেই আবারও সংবাদের শিরোনাম হলেন এই প্রেমিক যুগল। তবে এবার নেতিবাচক খবরের। ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, হয়তো ইয়ামাল ও পাদিলার সম্পর্কে ছেদ পড়ছে।
এর জন্য দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইভ ভিডিও। সে ভিডিওতে অন্য এক ছেলের কোলে বসে থাকতে দেখায় যায় ইয়ামালের প্রেমিকা পাদিলাকে। সে ছেলেটির নাম ইজান ফার্নান্দেজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দ্রুত ভাইরাল হয় সে ভিডিও। গণমাধ্যমের দাবি সে ভিডিও দেখার পর অ্যালেক্স পাদিলাকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে আনফলো করেছেন ইয়ামাল।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে পাদিলার সমালোচনা করে ঘৃণ্য বার্তা দিয়ে পোস্ট করেছেন অনেকে। ইয়ামালের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন অনেক নেটিজেনরা।
পাদিলা মূলত একজন ব্লগার। ইউরো কাপের ফাইনালে ইয়ামালের সঙ্গে তার ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার ফলোয়ার বেড়েছে প্রায় ৭ লাখ ৫০ হাজার। ইয়ামাল আনফলো করায় এর প্রভাব পড়তে শুরু করেছে পাদিলার প্রোফাইলে।
বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছেন ইয়ামাল। প্রাক-প্রস্তুতি মৌসুমে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে তার দল বার্সেলোনা। বার্সার প্রাক-প্রস্তুতি মৌসুমের স্কোয়াডে স্প্যানিশ তারকাকে রাখেননি নতুন কোচ হ্যান্সি ফ্লিক।
আমেরিকা সফরে ৬ আগস্ট শেষ ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর জোয়ান গাম্পার ট্রফিতে অংশ নিতে স্পেনে ফিরবে বার্সা। এরপরই স্প্যানিশ জায়ান্টদের স্কোয়াডে যোগ দেওয়ার কথা লামিন ইয়ামালের। সব কিছু ভুলে আবারও নতুনভাবে শুরুর অপেক্ষায় স্প্যানিশ ওয়ান্ডার বয়ের।