স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-ইয়ামালের ফিনালেসিমা নিয়ে জটিলতা

লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের দুই প্রতিযোগিতা। কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন।

এবার অপেক্ষা দুই চ্যাম্পিয়ন দলের ফিনালেসিমার। যা নিয়ে ফুটবল ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এখন পর্যন্ত সূচি নির্ধারিত হয়নি আর্জেন্টিনা-স্পেন ম্যাচের। এ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নতুন জটিলতা!

আর্জেন্টাইন এক সংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ‘২০২৫ ফিনালেসিমার সূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। কারণ ফুটবল ক্যালেন্ডারে ম্যাচটির জন্য মিলছে না উপযুক্ত সময়। কারণ লম্বা বিরতির পর শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। এ ছাড়া আগে থেকেই নির্ধারিত ছিল বিশ্বকাপ বাছাইপর্ব এবং উয়েফা ন্যাশন্স লিগের সূচিও। ফলে এ মুহূর্তে অতিরিক্ত কোনো ম্যাচের সূচি ঠিক করা কিছুটা জটিল।’

ধারণা করা হচ্ছিল, ফিনালেসিমার তৃতীয় আসর মাঠে গড়াবে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। তবে ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এ টুর্নামেন্টের আগে বা পরেই ফিনালেসিমা আয়োজিত হওয়ার কথা।

কিন্তু চূড়ান্ত সূচি এখনই জানা যাচ্ছে না। এর আগে ফিনালেসিমার গত আসর আয়োজন করেছিল ইংল্যান্ডের ওয়েম্বলি। যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালেসিমা কোনো মেজর ট্রফি নয়।

ফিফার দৃষ্টিতে এটি অন্য আট-দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। তবে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই নিয়ে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনার কমতি থাকে না। বরং দুই চ্যাম্পিয়নের মধ্যে কোন দল সেরা তা জানতেই তারা রোমাঞ্চ অনুভব করেন।

দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমা প্রথমবারের মতো আয়োজন করা হয় ১৯৮৫ সালে। এরপর ১৯৯৩ সাল থেকে সেটি আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে ফের দুই মহাদেশের অভিভাবক সংস্থা কনমেবল ও উয়েফার সম্মতিতে আয়োজন করা হয় ফিনালেসিমা।

কিন্তু এবার ব্যস্ত সূচির কারণে তৈরি হয়েছে জটিলতা। প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিরতিতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আলবিসেলেস্তাদের। একই সময়ে স্প্যানিশরাও ব্যস্ত থাকবে উয়েফা ন্যাশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের খেলায়। এতে ২০২৬ সাল পর্যন্ত খুব একটা ফাঁকা সময় নেই তাদের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X