স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপা দিয়ে জন্মদিন উদযাপন করবেন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

১৭তম জন্মদিন পালন করছেন স্প্যানিশ ফরোয়ার্ড এবং বিস্ময়কর লামিন ইয়ামাল। রাইট উইঙ্গার এ বয়সেই ইউরোপীয় মঞ্চে ছড়াচ্ছেন আলো। সেই আলোয় পোড়াচ্ছেন প্রতিপক্ষকে।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ এক গোল করার পাশাপাশি ইউরো কাপে করেছেন ৩টি অ্যাসিস্ট। ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত স্পেন।

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ৪ ইউরো জিতে ইতিহাস তৈরি করতে পারে লা রোজারা। অন্য দিকে থ্রি লায়ন্স এখনো প্রথম শিরোপার সন্ধানে। গত আসরে কাছাকাছি এসেও শেষটা হয় যন্ত্রণাদায়কভাবে। পেনাল্টি শুট আউটে ছেলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।

ইউরোর এবারের ফাইনালে স্পট লাইট থাকবেন লামিন ইয়ামালে। শনিবার (১৩ জুলাই) ১৭ বছরে পা দেওয়া এ ফুটবলার রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ইউরোর ফাইনালে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।

ফাইনালে সম্ভাব্য রেকর্ড

ইয়ামাল লা রোজার হয়ে চলমান ইউরো কাপে খেলা ৬ ম্যাচের সবগুলোতে খেলেছেন। আলবেনিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও বাকি সবগুলোতে ছিলেন শুরুর একাদশে।

১৭তম জন্মদিন পালনের পর দিন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নামবেন তিনি। এতে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক সামনে তিনি।

বর্তমানে ইউরো কাপের ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন পর্তুগালের রেনাটো সানচেজ। ২০১৬ সালে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩২৮ দিন। কাজেই ফাইনালে নামলে নতুন এই মাইলফলক স্পর্শ করেছেন স্প্যানিশ এ উইঙ্গার।

ইউরো ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়

ফাইনালে গোল পেলে আরও রেকর্ড গড়বেন ইয়ামাল। ইউরো ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড পিয়েত্রো আনাস্তাসি। ১৯৬৮ সালে রোমে হওয়া ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ডান পায়ের ভলিতে ইতালির গোল ব্যবধান দ্বিগুণ করেছিলেন তিনি।

সে সময় তার বয়স ছিল ২০ বছর ৬৪ দিন। সুতরাং ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল পেলে এই রেকর্ডটিও নিজের করে নেবেন বার্সা তারকা। তবে রেকর্ড নয় বার্লিনে ইংল্যান্ডকে শিরোপা দিয়ে নিজের জন্মদিন উদযাপনের অপেক্ষায় ইয়ামাল।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার মাকে বলেছি, আমরা জিতলে আমি কোনো উপহার চাই না, আমি শুধু আমার সঙ্গীদের সঙ্গে মাদ্রিদে উদযাপন করতে চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘এটা পাগলামি হবে, বিমানবন্দর থেকে রাস্তায় মানুষের সঙ্গে উদযাপন করা। সবাই পাগল হয়ে যাবে! অবিশ্বাস্য উচ্ছ্বাস নিয়ে আমরা সেখানে পৌঁছব।’

আসরের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে বেশ ভালোভাবে আছেন লামিন ইয়ামাল। জার্মানিতে স্পেনের হয়ে সর্বোচ্চ ৩ অ্যাসিস্ট, গুরুত্বপূর্ণ ১৬টি এবং ৬টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। শিরোপার সঙ্গে সেরা ফুটবলারের পুরস্কার হবে তার জন্মদিনের সেরা উপহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

১০

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১১

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১২

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১৩

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৪

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৫

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৬

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৭

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৮

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৯

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X