স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপা দিয়ে জন্মদিন উদযাপন করবেন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

১৭তম জন্মদিন পালন করছেন স্প্যানিশ ফরোয়ার্ড এবং বিস্ময়কর লামিন ইয়ামাল। রাইট উইঙ্গার এ বয়সেই ইউরোপীয় মঞ্চে ছড়াচ্ছেন আলো। সেই আলোয় পোড়াচ্ছেন প্রতিপক্ষকে।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ এক গোল করার পাশাপাশি ইউরো কাপে করেছেন ৩টি অ্যাসিস্ট। ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত স্পেন।

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ৪ ইউরো জিতে ইতিহাস তৈরি করতে পারে লা রোজারা। অন্য দিকে থ্রি লায়ন্স এখনো প্রথম শিরোপার সন্ধানে। গত আসরে কাছাকাছি এসেও শেষটা হয় যন্ত্রণাদায়কভাবে। পেনাল্টি শুট আউটে ছেলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।

ইউরোর এবারের ফাইনালে স্পট লাইট থাকবেন লামিন ইয়ামালে। শনিবার (১৩ জুলাই) ১৭ বছরে পা দেওয়া এ ফুটবলার রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ইউরোর ফাইনালে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।

ফাইনালে সম্ভাব্য রেকর্ড

ইয়ামাল লা রোজার হয়ে চলমান ইউরো কাপে খেলা ৬ ম্যাচের সবগুলোতে খেলেছেন। আলবেনিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও বাকি সবগুলোতে ছিলেন শুরুর একাদশে।

১৭তম জন্মদিন পালনের পর দিন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নামবেন তিনি। এতে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক সামনে তিনি।

বর্তমানে ইউরো কাপের ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন পর্তুগালের রেনাটো সানচেজ। ২০১৬ সালে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩২৮ দিন। কাজেই ফাইনালে নামলে নতুন এই মাইলফলক স্পর্শ করেছেন স্প্যানিশ এ উইঙ্গার।

ইউরো ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়

ফাইনালে গোল পেলে আরও রেকর্ড গড়বেন ইয়ামাল। ইউরো ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড পিয়েত্রো আনাস্তাসি। ১৯৬৮ সালে রোমে হওয়া ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ডান পায়ের ভলিতে ইতালির গোল ব্যবধান দ্বিগুণ করেছিলেন তিনি।

সে সময় তার বয়স ছিল ২০ বছর ৬৪ দিন। সুতরাং ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল পেলে এই রেকর্ডটিও নিজের করে নেবেন বার্সা তারকা। তবে রেকর্ড নয় বার্লিনে ইংল্যান্ডকে শিরোপা দিয়ে নিজের জন্মদিন উদযাপনের অপেক্ষায় ইয়ামাল।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার মাকে বলেছি, আমরা জিতলে আমি কোনো উপহার চাই না, আমি শুধু আমার সঙ্গীদের সঙ্গে মাদ্রিদে উদযাপন করতে চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘এটা পাগলামি হবে, বিমানবন্দর থেকে রাস্তায় মানুষের সঙ্গে উদযাপন করা। সবাই পাগল হয়ে যাবে! অবিশ্বাস্য উচ্ছ্বাস নিয়ে আমরা সেখানে পৌঁছব।’

আসরের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে বেশ ভালোভাবে আছেন লামিন ইয়ামাল। জার্মানিতে স্পেনের হয়ে সর্বোচ্চ ৩ অ্যাসিস্ট, গুরুত্বপূর্ণ ১৬টি এবং ৬টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। শিরোপার সঙ্গে সেরা ফুটবলারের পুরস্কার হবে তার জন্মদিনের সেরা উপহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১০

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১১

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১২

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

১৩

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

১৪

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

১৬

চুল পড়া কমাতে নিয়মিত খাবেন যে ৫ খাবার

১৭

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

১৮

ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে কী হয়? যা বলছেন চিকিৎসকরা

১৯

ইতালিতে সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত বাংলাদেশি যুবককে স্থায়ী বহিষ্কার 

২০
X