শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

ভান করা ভেড়া। ছবি : সংগৃহীত
ভান করা ভেড়া। ছবি : সংগৃহীত

ক্রেতা কাছে এলেই মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যাওয়ার অভিনব কৌশলের কারণে চীনের এ

কটি মেষশাবক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গেছে। মাত্র ১০ দিনের এই মেষশাবককে নেটিজেনরা নতুন নাম দিয়েছেন। এটি এখন ‘ড্রামা কুইন ল্যাম্ব’ নামে পরিচিতি পেয়েছে। এজন্য এটির রেকর্ড দামেও বিক্রির প্রস্তাব করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া অঞ্চলের শিজুইশান শহরের পিংলুও কাউন্টির বাওফেং টাউনের ঝংফাং গ্রামের বাসিন্দা কৃষক জিন শিয়াওলিন জানান, তিনি চারটি মেষশাবক স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে তিনটি ৪২০ ইউয়ানে বিক্রি হলেও চতুর্থটি সবাইকে হতবাক করে দেয়। কেউ কাছে এলেই বা স্পর্শ করতে চাইলে মেষশাবকটি হঠাৎ মাটিতে পড়ে নিথর হয়ে যায়। দেখে মনে হয় যেন মরে গেছে।

প্রথমে ক্রেতারা একে অসুস্থ ভেবে কিনতে রাজি হননি। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষ চলে গেলেই মেষশাবকটি চুপচাপ উঠে দাঁড়িয়ে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা শুরু করে। এমনকি এটি শিশুদের প্রতিই কেবল বন্ধুসুলভ আচরণ করে।

জিন শিয়াওলিন স্থানীয় গণমাধ্যম নিংশিয়া অবজারভেশনকে বলেন, শেষ পর্যন্ত আমি এটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। এটা এতটাই মানুষের মতো আচরণ করে! কাউকে আসতে দেখলেই শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করে। প্রতিদিন মানুষ শুধু ওকে দেখতেই আসে, কেউ কেউ ফোন করে খোঁজও নেয়।

তিনি বলেন, এত আদুরে একটা প্রাণী আমি কীভাবে একে বিক্রি করতে পারি?

জিনের এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মেষশাবকটির ভিডিও পোস্ট করার পরই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওগুলোতে দেখা যায়, বিভিন্ন পরিস্থিতিতে নাটকীয়ভাবে ‘মরে যাওয়ার অভিনয়’ করছে মেষশাবকটি। একাধিক প্ল্যাটফর্মে এসব ভিডিও ইতোমধ্যে এক কোটির বেশি ভিউ পেয়েছে এবং একটি অ্যাকাউন্টেই ৩২ হাজারের বেশি ফলোয়ার জুটেছে।

ভাইরাল হওয়ার পর কেউ কেউ মেষশাবকটি কিনতে ১ লাখ ৩০ হাজার ইউয়ান পর্যন্ত প্রস্তাব দিলেও জিন তা প্রত্যাখ্যান করেন। এ দাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার সমান। জিন জানান, তিনি মেষশাবকটি বিক্রি করতে চান না। বরং এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থানীয় বিশেষ পণ্য প্রচারের পরিকল্পনা করছেন।

এদিকে আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ জিনের বাড়িতে ভিড় করছেন ‘ড্রামা কুইন’ মেষশাবকটি একনজর দেখার জন্য। অনলাইনে প্রতিদিনই অসংখ্য মানুষ তাকে দেখতে আসার অনুমতি চাইছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১০

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১১

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১২

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১৩

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১৪

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১৫

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৬

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৮

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৯

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

২০
X