স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৪:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ছয় ফুটবলারের মধ্যে ভাগ হলো ইউরোর সেরা গোলদাতার পুরস্কার

এই তিন জন ছাড়াও এবারের ইউরোর গোল্ডেন বুট জিতেছেন আরো তিন জন। ছবি : সংগৃহীত
এই তিন জন ছাড়াও এবারের ইউরোর গোল্ডেন বুট জিতেছেন আরো তিন জন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি ওলমো ছাড়াও চার ফুটবলার এবারের ইউরোর গোল্ডেন বুটের পুরস্কার শেয়ার করেছেন, প্রতিটি খেলোয়াড় টুর্নামেন্টে তিনটি করে গোল করেছেন। তাদের সাথে তালিকায় রয়েছেন নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে, জার্মানির জামাল মুসিয়ালা, এবং স্লোভাকিয়ার ইভান শ্রানজ।

কেইন এবং ওলমো কেউই ফাইনালে গোল করতে পারেননি, যা স্পেন ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে।উয়েফা শুক্রবার (১২ জুলাই) নিশ্চিত করেছে যে ফাইনালের পর যদি কোনো স্পষ্ট বিজয়ী না পাওয়া যায়, তাহলে গোল্ডেন বুট শেয়ার করা হবে।

এই নীতি পূর্ববর্তী টুর্নামেন্টগুলোর থেকে আলাদা, যেখানে যদি গোল সমান থাকত তাহলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হতো। ইউরো ২০২০-তে ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল্ডেন বুট জিতেছিলেন কারণ তার অ্যাসিস্ট বেশি ছিল।

তিনটি গোল করে গোল্ডেন বুট বিজয়ী হওয়ার ঘটনা ইউরোর ইতিহাসে দ্বিতীয়বার। এরআগে ২০১২ ইউরোতে ফার্নান্দো তোরেস (স্পেন), মারিও গোমেজ (জার্মানি) এবং অ্যালান ডজাগোয়েভ (রাশিয়া) টুর্নামেন্ট শেষ করেছিলেন তিনটি করে গোল নিয়ে। তোরেস সেই বছর জিতেছিলেন, কারণ তিনি অন্যান্য খেলোয়াড়ের থেকে কম সময় মাঠে ছিলেন।

হ্যারি কেইন এখন দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতেছেন অ্যালান শিয়ারারের পর, যিনি ইউরো '৯৬-এ পাঁচটি গোল করেছিলেন। কেইন এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ছয়টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন, এবং তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে উভয় টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতলেন।

কেইন, ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ইউরো ২০২৪-এ তার অ্যাকাউন্ট খোলেন গ্রুপ স্টেজে ডেনমার্কের সাথে ১-১ ড্র-তে একটি গোল করে। তিনি শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে একটি অতিরিক্ত সময়ের গোল এবং সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি পেনাল্টি গোল করে সমতা আনেন।

দানি ওলমো, যিনি স্পেনের সাতটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি শুরু করেছিলেন, পেদ্রি ইনজুরিতে পরার পর দলের মূল খেলোয়াড় হয়ে ওঠেন। ওলমো ফাইনালের আগে স্পেনের তিনটি নকআউট ম্যাচে গোল করেন।

শ্রানজ এবং মুসিয়ালা তাদের গোলগুলি গ্রুপ স্টেজে করেন আর গাকপো তার তিনটি গোলের মধ্যে একটি করেন রোমানিয়ার বিরুদ্ধে শেষ ষোলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

১০

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১১

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

১২

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

১৩

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীর মাথায় কোপ

১৫

জামায়াতে ইসলামী নিয়ে যুবদল নেতার বিস্ফোরক অভিযোগ

১৬

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

১৭

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

১৮

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১৯

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

২০
X