ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে আসার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু আপাতত সেই আগ্রহকে সরিয়ে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনলেন এই ইংলিশ ফুটবলার। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেই আরও কিছুদিন থাকার বিষয়টি বিবেচনা করছেন কেইন।
বায়ার্নে এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছেন কেইন। এরই মধ্যে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচে করেছেন ১৮ গোল। ৩২ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার বায়ার্নের জার্সিতে এ পর্যন্ত ১০৬ ম্যাচে করেছেন ১০৩ গোল। ২০২৭ সাল পর্যন্ত মিউনিখের সঙ্গে তার চুক্তি রয়েছে। নতুন করে আবারও চুক্তি বাড়াতে সম্মতি দিয়েছেন কেইন।
এ মুহূর্তে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ইংল্যান্ড জাতীয় দলে যোগ দিয়েছেন কেইন। বায়ার্নের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন এই ক্লাবের থাকার বিষয়টি বিবেচনা করতে গেলে, অবশ্যই আমি সেটা নিয়ে চিন্তা করছি। দুই সপ্তাহ আগে আমি এ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছি। কথা উঠলে আমি স্বাভাবিকভাবেই অকপটে আমার আগ্রহের কথা ক্লাবকে জানাব। অবশ্যই সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। এই মুহূর্তে আমি এটুকু বলতে পারি, আমাদের সময়টা দারুণ যাচ্ছে। এ ছাড়া আমি কোনো কিছু ভাবতে চাই না।’
২০২৩ সালে কেইন যখন টটেনহ্যাম ছেড়েছিলেন তখন ধারণা করা হয়েছিল তিনি হয়তো আবারও ইংল্যান্ডে ফিরে আসবেন। একই সঙ্গে প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। প্রিমিয়ার লিগে শিয়েরারের ২৬০ গোলের মাইলফলক ছাড়িয়ে যেতে আর মাত্র ৪৮ গোল প্রয়োজন এই ইংলিশ তারকার।
গত মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন কেইন। ক্যারিয়ারে দীর্ঘ অপেক্ষার পর এই শিরোপার দেখা পেয়েছেন তিনি। এ কারণে নিজেকে আরও পরিণত করার তাগিদ অনুভব করছেন এই ফুটবলার।
কেইন বলেন, ‘গত বছরের মতো কিছু একটা অর্জন করতে পারলে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। আমার মধ্যে এখন আরও ভালো খেলার অনুপ্রেরণা এসেছে। আশা করছি এ বছরই সেটা দেখা যাবে।’
মন্তব্য করুন