আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না। ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন এবং টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রবেশকে কেন্দ্র করে গুরুতর ঘটনা ঘটেছে।
তাই নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। ফলে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের ফুটবলার-সমর্থকদের মারামারির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা কড়া করে প্রশাসন। অসংখ্য কলম্বিয়ান সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন।
বাধা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে স্টেডিয়ামে প্রবেশের গেটগুলো লম্বা সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ ও বিশৃঙ্খলাকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এক বিৃবতিতে জানায়, ‘আমরা জানাচ্ছি যাদের টিকিট নেই তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা টিকিট কিনেছে, তারা অনুমতি পেলেই, প্রবেশ করতে পারবে।’
একই বিবৃতিতে ম্যাচ শুরুর নতুন সময়ও জানায় কনমেবল, ‘আমরা জানাচ্ছি, দর্শকদের বিশৃঙ্খলার কারণে ম্যাচটি ৩০ মিনিট দেরিতে শুরু হবে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) নতুন সময় নির্ধারণ করা হয়েছে।’
এতে সমস্যা সমাধান না হওয়ায় ম্যাচ শুরুর সময় আরও ১৫ মিনিট বাড়ানো হয়েছে।
নতুন বিবৃতিতে বলা হয়, ‘আমরা যখন কোপা আমেরিকার ফাইনাল শুরুর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন নিরাপত্তাজনিত আরেকটা সমস্যা দেখা দেয়। আয়োজকদের ম্যাচ শুরু করতে আরও আরও ১৫ মিনিট প্রয়োজন। এখন ম্যাচটি স্থানীয় সময় রাত ৮:৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬:৪৫ মিনিট) শুরু হবে বলে আশা করা হচ্ছে।’
TENSIÓN Y CAOS EN EL INGRESO A LA FINAL DE LA COPA AMÉRICA pic.twitter.com/5J5ix75oG8 — TyC Sports (@TyCSports) July 14, 2024
মন্তব্য করুন