চার দফা পিছিয়ে মাঠে গড়ায় কোপা আমেরিকা কাপের ফাইনাল। আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার শিরোপার লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।
গ্যালারিতে প্রবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয়ে কোপার ৪৮তম আসরের ফাইনাল।
প্রথমার্ধে ৫২ শতাংশ বল পজিশন ছিল কলম্বিয়ার দখলে। অন্যদিকে বাকি ৪৮ শতাংশ থাকে মেসি-ডি মারিয়াদের দখলে। গোল পোস্টে শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছিল হামেস-দিয়াজরা।
আর্জেন্টাইনদের পোস্টে ৮টি শট নেয় কলম্বিয়া, এর মধ্যে ৪ গোলটি ছিল গোল পোস্টে। অন্যদিকে মেসি-আলভারেজরা নেন মাত্র ৩টি শট। এর মধ্যে এটি ছিল গোল পোস্টে।
মন্তব্য করুন