নিজেদের প্রথম প্রি সিজনে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল এসি মিলান। অবশ্য এই ম্যাচে রিয়ালের বেশকিছু তারকা ফুটবলাররা ছিলেন না। রিয়ালে এই মৌসুমে যোগ দিয়েছেন ফরাসি তারকা এমবাপ্পে ও ব্রাজিলের ওউন্ডার কিড ফিলিপে এন্দ্রিক। এমবাপ্পে না পাওয়া গেলেও ম্যাচে রিয়ালের জার্সিতে ছিলেন এন্দ্রিক।
প্রথম হাফের পুরোটাতেই খেলেছেন মাত্র আঠার বছর হওয়া এন্দ্রিক। তবে তাকে নিয়ে যে প্রত্যাশা ছিল দলের সেটা মোটেও পূরণ করতে পারেননি। ম্যাচে ছন্দে তো ছিলেনই না দুইটা সহজ গোলও করেছেন মিস। যেখানেই গিয়েছেন কখনো পা পিছলে আবার কখনো প্রতিপক্ষ দলের ফুটবলারের গায়ে লেগে লেপ্টে পড়েছেন মাঠে। খেয়েছেন গড়াগড়ি।
এর আগে রিয়ালের জার্সিতে ট্রেনিংয়ের সময়ও এন্দ্রিকের বেহাল দশা চোখে পড়েছে। ট্রেনিং ম্যাচে এন্দ্রিককে গার্ডে রেখেছিলেন রিয়ালের অন্যতম ডিফেন্ডার রুডিগার। সেখানে এন্দ্রিককে রুডিগারের বডির সঙ্গে লেগে বারবার মাঠে লুটিয়ে পড়তে দেখা গিয়েছিল।
ম্যাচটা যেহেতু প্রি সিজন সেহেতু দলের ইয়াং ফুটবলারদের শক্তিমত্তা বাজিয়ে দেখতে চেয়েছেন কার্লো আনচেলত্তি। তাই ম্যাচে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দেরা। শিকাগোর সোলিডিয়ার ফিল্ডে যদিও ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
অপরদিকে তুরস্কের মেসি খ্যাত আর্দা গুলার খেলেছেন দুর্দান্ত। এই তুর্কিশ মিডফিল্ডার প্রথম হাফে দুইটা গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সেগুলো গোলে পরিণত হয়নি। তবে নিজের পটেনশিয়ালটাকে এই ম্যাচে দারুণভাবেই প্রকাশ করতে পেরেছেন গুলার। তারপরেও প্রথম হাফেই গুলারসহ, মদরিচ ও এন্দ্রিককে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি।
এরপর ব্রাহিম দিয়াজও বেশকিছু সুযোগ তৈরি করেন গোলের। তবে আলভারো মরাতারা সেই সুযোগকে জালে জড়াতে হন ব্যর্থ। ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পায় মিলান। এরপর আর কোনো গোল না হওয়ায় ১ গোলেই ম্যাচের ফলাফল হয় নিস্পত্তি।
এদিকে প্রি সিজন ম্যাচেই দেখা যাবে এল ক্লাসিকো। তিন আগস্ট আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে বার্সা আর রিয়ালের প্রি সিজন ম্যাচ। সেই ম্যাচ নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। সেই ম্যাচে রিয়ালের জার্সিতে এমবাপ্পেকেও দেখা যেতে পারে। এমনই খবর সংবাদমাধ্যমগুলোর।
মন্তব্য করুন