স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জয়হীন ম্যানইউ, অসন্তুষ্ট খেলোয়াড়রা

আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত
আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা দলের ইউরোপা লিগের ম্যাচে ফেনারবাচের সঙ্গে ১-১ গোলের ড্রকে ‘বড় হতাশা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউনাইটেডের পক্ষে প্রথমে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করেন, তবে দ্বিতীয়ার্ধের ঠিক পরেই মরোক্কোর ফুটবলার ইউসুফ এন-নেসিরি সমতা আনেন। ওনানা অবশ্য প্রথমার্ধে এন-নেসিরির শটের বিরুদ্ধে একটি দারুণ ডাবল সেভ করে ইউনাইটেডের হার ঠেকান। তবে ম্যাচের পর ওনানা জানান, ড্রেসিং রুমে কেউই ‘খুশি নয়’।

ওনানা টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা আমার এবং ভক্তদের জন্য বড় হতাশা, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে জয়ের চেষ্টা করা আপনার দায়িত্ব। আমরা জিততে পারিনি, তবে অন্তত হারিনি। অবশ্যই খুশি নই, তবে আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে যাব।’

‘আমরা দ্বিতীয়ার্ধে একটি দ্রুত গোল খেয়েছিলাম, আমাদের চরিত্র দেখাতে হয়েছিল এবং আমি মনে করি আমরা তা করেছি। আমরা জিততে পারিনি, তবে আমি মনে করি আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

ইস্তানবুলের এই উত্তেজনাপূর্ণ রাতের মধ্যে, ফেনারবাচের ম্যানেজার হোসে মরিনহো দ্বিতীয়ার্ধে তার দলের একটি পেনাল্টি চাওয়ার পরে প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ম্যাচ শেষে মরিনহো রেফারি ক্লেমেন্ট তুরপিনের ব্যাখ্যাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন।

তবে, ১০ জন খেলোয়াড়ের চোট বা সাসপেনশন থাকা সত্ত্বেও ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ আগামী রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান।

ডাচ কোচ বলেন, ‘আমরা দেখিয়েছি যে আমরা একটি দল, যাকে হারানো কঠিন। আমরা এর থেকে আত্মবিশ্বাস নিতে পারি এবং ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলায় সেটা কাজে লাগাতে হবে।’

‘আমাদের জিততে হতো এবং আমরা সেই অবস্থানে ছিলাম। আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু আমাদের আরও নির্ধারণমূলক হতে হবে। আমরা প্রতিপক্ষকে এক পয়েন্ট পেতে দিয়েছি।’

ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনি ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান খেলোয়াড়কে স্ট্রেচারে মাঠ থেকে বের করা হয় এবং স্টেডিয়াম ছাড়ার সময় তাকে একটি প্রোটেক্টিভ বুট পরতে দেখা যায়।

টেন হাগ আরও যোগ করেন, ‘তার অনুশীলনের পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে সে খেলার যোগ্য ছিল। কিন্তু দ্রুত মাঠ ছাড়তে হওয়া খুবই দুঃখজনক। আশা করি, ব্যাপারটা তেমন গুরুতর নয়। আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব চূড়ান্ত মূল্যায়নের জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১২

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

১৩

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

১৪

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

১৫

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

১৬

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

১৭

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

১৮

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

১৯

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

২০
X