স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জয়হীন ম্যানইউ, অসন্তুষ্ট খেলোয়াড়রা

আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত
আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা দলের ইউরোপা লিগের ম্যাচে ফেনারবাচের সঙ্গে ১-১ গোলের ড্রকে ‘বড় হতাশা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউনাইটেডের পক্ষে প্রথমে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করেন, তবে দ্বিতীয়ার্ধের ঠিক পরেই মরোক্কোর ফুটবলার ইউসুফ এন-নেসিরি সমতা আনেন। ওনানা অবশ্য প্রথমার্ধে এন-নেসিরির শটের বিরুদ্ধে একটি দারুণ ডাবল সেভ করে ইউনাইটেডের হার ঠেকান। তবে ম্যাচের পর ওনানা জানান, ড্রেসিং রুমে কেউই ‘খুশি নয়’।

ওনানা টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা আমার এবং ভক্তদের জন্য বড় হতাশা, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে জয়ের চেষ্টা করা আপনার দায়িত্ব। আমরা জিততে পারিনি, তবে অন্তত হারিনি। অবশ্যই খুশি নই, তবে আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে যাব।’

‘আমরা দ্বিতীয়ার্ধে একটি দ্রুত গোল খেয়েছিলাম, আমাদের চরিত্র দেখাতে হয়েছিল এবং আমি মনে করি আমরা তা করেছি। আমরা জিততে পারিনি, তবে আমি মনে করি আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

ইস্তানবুলের এই উত্তেজনাপূর্ণ রাতের মধ্যে, ফেনারবাচের ম্যানেজার হোসে মরিনহো দ্বিতীয়ার্ধে তার দলের একটি পেনাল্টি চাওয়ার পরে প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ম্যাচ শেষে মরিনহো রেফারি ক্লেমেন্ট তুরপিনের ব্যাখ্যাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন।

তবে, ১০ জন খেলোয়াড়ের চোট বা সাসপেনশন থাকা সত্ত্বেও ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ আগামী রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান।

ডাচ কোচ বলেন, ‘আমরা দেখিয়েছি যে আমরা একটি দল, যাকে হারানো কঠিন। আমরা এর থেকে আত্মবিশ্বাস নিতে পারি এবং ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলায় সেটা কাজে লাগাতে হবে।’

‘আমাদের জিততে হতো এবং আমরা সেই অবস্থানে ছিলাম। আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু আমাদের আরও নির্ধারণমূলক হতে হবে। আমরা প্রতিপক্ষকে এক পয়েন্ট পেতে দিয়েছি।’

ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনি ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান খেলোয়াড়কে স্ট্রেচারে মাঠ থেকে বের করা হয় এবং স্টেডিয়াম ছাড়ার সময় তাকে একটি প্রোটেক্টিভ বুট পরতে দেখা যায়।

টেন হাগ আরও যোগ করেন, ‘তার অনুশীলনের পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে সে খেলার যোগ্য ছিল। কিন্তু দ্রুত মাঠ ছাড়তে হওয়া খুবই দুঃখজনক। আশা করি, ব্যাপারটা তেমন গুরুতর নয়। আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব চূড়ান্ত মূল্যায়নের জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

১০

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

১১

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

১২

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

১৩

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

১৪

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

১৫

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১৬

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১৭

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১৮

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৯

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

২০
X