বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

এখনও ম্যানইউকে নিয়ে প্রিমিয়ার লিগ জয়ের আশা মরিনহোর

সিটির শাস্তি হলে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা করছে মরিনহো। ছবি : সংগৃহীত
সিটির শাস্তি হলে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা করছে মরিনহো। ছবি : সংগৃহীত

পর্তুগাল ও ফুটবলের অন্যতম বিখ্যাত কোচ হোসে মরিনহোর ফুটবল কোচিং ক্যারিয়ার দেখলে যে কারো হিংসে হওয়ার কথা। স্পেন, ইতালি, ইংল্যান্ড সবজায়গাতেই কোচিং করিয়েছেন তিনি এবং সবখানেই তিনি তুলনামূলক সফলই বলা চলে। তবে এর মধ্যেও তার আক্ষেপ রয়েছে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা না জেতা। কিন্তু সিটির বিরুদ্ধে চলা মামলা তাকে ও ইউনাইটেডকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে পারে এখনও সেই আশাতেই আছেন স্বঘোষিত স্পেশাল ওয়ান।

ম্যানসিটি বর্তমানে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা লঙ্ঘনের ১১৫টি অভিযোগের মুখোমুখি এবং যদি তারা দোষী সাব্যস্ত হয়, তবে তাদের শিরোপা কেড়ে নেওয়া বা পয়েন্ট কাটার সম্ভাবনা রয়েছে।

২০১৭-১৮ মৌসুমে মোরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় স্থানে ছিল, চ্যাম্পিয়ন ম্যান সিটির চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে। বুধবার এক সংবাদ সম্মেলনে মোরিনহো বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয়েছিলাম। আমার মনে হয় এখনও সেই লিগ জেতার সুযোগ রয়েছে, কারণ হয়তো ম্যান সিটিকে পয়েন্ট কেটে শাস্তি দেওয়া হতে পারে এবং আমরাই সেই লিগ জিতে যাই। তখন তারা আমাকে বোনাসও দেবে এবং মেডেলও।’

তুর্কি ক্লাব ফেনারবাহচের কোচ হিসেবে মোরিনহো এই মন্তব্য করেন তাদের ইউরোপা লিগের ম্যাচের আগে, যেখানে প্রতিপক্ষ তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তিনি বলেন, ‘আমি তাদের সফলতা কামনা করি। কোচ এবং খেলোয়াড়দের জন্য আমার শুভকামনা রয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব সফল হবে। যদিও এখন পরিস্থিতি খুব ভালো যাচ্ছে না, তবে সেটা আমাকে খুশি করে না।’

ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগের ১২তম স্থানে রয়েছে, প্রথম আট ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা এবং ইউরোপা লিগেও জয়হীন। মরিনহো বলেন, ‘তাদের দল বর্তমান ফলাফলের চেয়ে অনেক ভালো।’

তিনি আরও বলেন, ‘যদি আমাকে এখন বলতে হয়, ইউরোপা লিগের সবচেয়ে বড় দুই প্রার্থী কারা, আমি বলবো ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম।’

মরিনহো তার সাবেক ক্লাবের কোচ এরিক টেন হাগের প্রতি বিশ্বাস রাখার বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ‘তারা কোচকে বিশ্বাস করছে। কোচকে সমর্থন দিচ্ছে, আর এটাই স্থিতিশীলতা এবং বিশ্বাসের প্রতীক,’ বলেন তিনি।

টেন হাগ ২০২২ সালের এপ্রিলে ইউনাইটেডের দায়িত্ব নেন এবং তার অধীনে ক্লাব দুটি শিরোপা জিতেছে—২০২৩ সালে কারাবাও কাপ এবং গত মৌসুমে এফএ কাপ।

মরিনহো ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন এবং তার সময়ে ইউনাইটেড একটি ইউরোপা লিগ ও একটি কারাবাও কাপ জিতেছিল। ২০১৮ সালের ডিসেম্বরে টপ ফোর থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থাকায় তাকে বরখাস্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X