স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

হলান্ডের জোড়া গোলে প্রিমিয়ার লিগে সিটির শুভসূচনা

নতুন মৌসুমেও গোল করে যাচ্ছেন হলান্ড। ছবি : সংগৃহীত
নতুন মৌসুমেও গোল করে যাচ্ছেন হলান্ড। ছবি : সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ম্যাচ দিয়ে পর্দা উঠল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের। শুক্রবার (১১ আগস্ট) রাত ১টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নবাগত বার্নলির মুখোমুখি হয় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচটিতে ৩-০ গোলের ব্যবধানে জয়ে সিটি লিগে শুভসূচনা করল। ম্যাচটিতে আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেছেন হলান্ড এবং একটি গোল করেছেন রদ্রি।

ম্যাচটিতে মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেন গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ড। ডি ব্রুইনার ক্রস থেকে রদ্রির হেড হয়ে বল পেয়ে যান হলান্ড। দারুণ ফিনিশিংয়ে তিনি বল জালে জড়ান। দলকে মৌসুমের প্রথম গোল এনে দেওয়া হলান্ডের এটি প্রিমিয়ার লিগে ৩৭তম গোল। এ নিয়ে প্রিমিয়ার লিগে যে ২০ দলের মুখোমুখি হয়েছেন তার ১৭টির বিপক্ষেই গোল করলেন হলান্ড।

এই গোলটির মাধ্যমে আবার দারুণ এক মাইলফলকে পৌঁছান হলান্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি তার ১০০তম গোল। ২০২০ সালের জানুয়ারিতে হলান্ডের অভিষেকের পর থেকে এর চেয়ে বেশি ১১৪ গোল আছে শুধু রবার্ট লেভানডভস্কির।

প্রতিপক্ষ বার্নলি অবশ্য সিটিকে ছেড়ে কথা বলেনি। চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা দলটি শুরুতে গোল হজম করলেও একেবারে খেই হারায়নি। ১৮ বছর বয়সি লুকা কোলেওশি আর লাইল ফস্টার বরং হঠাৎ আক্রমণে উঠে পরীক্ষায় ফেলেন সিটি রক্ষণকে।

এর মধ্যে ২৩ মিনিটে সিটিকে চিন্তিত করে চোট পেয়ে মাঠ ছেড়ে যান ডি ব্রুইনা, বদলি হিসেবে সিটির হয়ে অভিষেক ঘটে মাতেও কোভাচিচের। নামার কিছুক্ষণ পর ফোডেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ এক আক্রমণও গড়ে তোলেন এই ক্রোয়াট। যদিও গোল পর্যন্ত তা পৌঁছায়নি।

তবে ৩৬ মিনিটে সিটির পক্ষে ব্যবধান ২-০ করে দেন হলান্ড। বক্সের মধ্যে আলভারেজের কাছ থেকে বল পেয়ে হলান্ড দূরের কর্নার লক্ষ্য করে জোরে শট নেন, বল ক্রসবার ছুঁয়ে জালে প্রবেশ করে।

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়ায় সিটির জয় নিয়ে সংশয় থাকেনি। দ্বিতীয়ার্ধে বার্নলিও ঘুরে দাঁড়ানোর মতো বিশেষ কিছু করতে পারেনি। ৮০ মিনিটে গার্দিওলা হলান্ডকে তুলে নেওয়ার ৫ মিনিট আগে তৃতীয় গোলও পেয়ে যায় সিটি।

ফোডেনের ফ্রি কিক বার্নলি বক্সে ঢোকার ডিফেন্ডাররা তাৎক্ষণিকভাবে প্রতিহত করে দেন, তবে বিপদমুক্ত করতে পারেননি তারা। প্রায় ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি রদ্রি।

এতে ৩-০ ব্যবধান নিয়ে মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শেষ করে গত তিনবারের চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১০

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১১

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১২

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৩

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৪

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৫

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

১৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

১৭

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

১৮

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

১৯

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

২০
X