স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য স্বাধীনতা পদকের আবেদন

স্বাধীন বাংলা ফুটবল দল। ছবি : সংগৃহীত
স্বাধীন বাংলা ফুটবল দল। ছবি : সংগৃহীত

স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রাখা স্বাধীন বাংলা ফুটবল দল এখনো রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে রয়ে গেছে। বিজয়ের ৫৩ বছর পেরিয়ে গেলেও দল হিসেবে তারা পাননি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান, স্বাধীনতা পদক। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য স্বাধীনতা পদক প্রদানের আনুষ্ঠানিক আবেদন করেছে।

বিজয় দিবস উপলক্ষে বাফুফে প্রতি বছরই প্রীতি ম্যাচ আয়োজন করে। এবারও সোমবার বাফুফে ভবনের টার্ফে লাল-সবুজ দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন সাবেক জাতীয় ফুটবলাররা। এ ম্যাচ দেখতে গিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দল আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। তাদের সম্মান জানানো উচিতআ। তাই বাফুফের পক্ষ থেকে আমরা দল হিসেবে স্বাধীনতা পদকের আবেদন করেছি।’

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে, যাতে বাফুফে সভাপতির স্বাক্ষর রয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে স্বাধীন বাংলা ফুটবল দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে এখনও পর্যন্ত দল হিসেবে কোনো রাষ্ট্রীয় সম্মাননা তারা পায়নি।

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং কাজী সালাউদ্দিন ব্যক্তিগতভাবে স্বাধীনতা পদক পেয়েছিলেন নব্বইয়ের দশকে। তবে দলের অন্য সদস্যরা এবং দল হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষা এখনও শেষ হয়নি। ২০০৩ সালে সরকারি গেজেটে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছিল।

এ বছর স্বাধীনতা পদকের জন্য আবেদন করেছেন ক্রীড়াঙ্গনের আরও কয়েকজন কিংবদন্তি। এর মধ্যে রয়েছেন দাবাড়ু রাণী হামিদ, সাবেক ফুটবলার শেখ আসলাম এবং টেবিল টেনিসের তারকা জোবেরা রহমান লিনু। সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও (বিকেএসপি) আবেদন করেছে।

ক্রীড়াক্ষেত্রে সর্বশেষ দুই বছর ক্রিকেটার রকিবুল হাসান ও অ্যাথলেট ফিরোজা খাতুন স্বাধীনতা পদক পেয়েছেন। তবে স্বাধীন বাংলা ফুটবল দলকে দলীয়ভাবে এ সম্মাননা দেওয়ার দাবি দীর্ঘদিনের। এবার তাদের আবেদন রাষ্ট্রীয় স্বীকৃতির পথে নতুন আশা তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১০ বছরে পাঠাও, রয়েছে মাসজুড়ে অফার

রাকসু নির্বাচন / জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

শহিদুল আলমদের জাহাজসহ ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান আটক

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

মুখ খুললেন রাশমিকা মান্দানা

১০

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

১১

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

১২

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

১৩

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

১৪

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

১৫

প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

১৬

বাংলাদেশি শাড়ির জাদুতে মুগ্ধ তুরস্ক

১৭

কতদিন পর পর তোয়ালে ধুচ্ছেন? সঠিক সময় ও পদ্ধতি জেনে নিন

১৮

বজ্রপাতে প্রাণ হারানো রাসেদকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা

১৯

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২০
X