ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

ফাইনালে ওঠার উচ্ছাস রংপুর দলের। ছবি : সংগৃহীত
ফাইনালে ওঠার উচ্ছাস রংপুর দলের। ছবি : সংগৃহীত

কোয়ালিফায়ার পর্যন্ত অপরাজিতই ছিল ঢাকা মেট্রো। ফাইনালে উঠার সহজ সুযোগটাও ছিল দলটির সামনে। কিন্তু রংপুরের সামনে ছন্দ আর ধরে রাখতে পারল না মোহাম্মদ নাঈম শেখের নেতৃত্বাধীন দলটি। প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলিরা। দিনের প্রথম এলিমিনিটর জিতে ফাইনালের অপেক্ষায় খুলনা বিভাগ। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো। নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১০৭ রানে আটকে যায় তারা। দলের কেউই ৩০ এর ঘরও পেরোতে পারেনি। ছোট লক্ষ্য তাড়ায় রংপুরকেও চেপে ধরেছিল ঢাকা মেট্রোর বোলাররা। তবে শেষ পর্যন্ত ৪ বল বাকি রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।

গ্রুপ পর্বের ৭ ম্যাচেই জিতেছে ঢাকা মেট্রো। অন্যদিকে রংপুর জিতেছে মাত্র ৫টি। উভয়ের মুখোমুখি লড়াইতেও রংপুরকে পাত্তা দেয়নি ঢাকা মেট্রো। সবমিলিয়ে প্রথম কোয়ালিফায়ারে ফেবারিট ছিল ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করতে গিয়ে শুরুতে চাপে পড়ে তারা। মাত্র ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক নাঈম শেখ। ৮ম ওভারে এসে দ্বিতীয় আঘাতহানেন পেসার এনামুল হক। এরপর টানা কয়েকটি উইকেট হারায় দলটি। শেষ দিকে আমিনুল ইসলাম বিপ্লবের অপরাজিত ২৩ রানে চড়ে শতরান পেরোয় দলটি। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর। এরপর ছোট ছোট জুটিতে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়েন তানভীর হায়দার।

অন্যদিকে একই মাঠে দিনের শুরুতে হওয়া এলিমিনেটর রাউন্ডে ৭ রানে জিতেছে খুলনা। শেষ তিন ওভারে জেতার জন্য ২৯ রান করতে হতো তাদের। ওভার প্রতি প্রায় ১০ এর মতো ছিল। শেষ ওভারটাই শুধু কাজে লাগাতে পেরেছিল চট্টগ্রাম। তাতে অবশ্য সমীকরণ আর মিলল না। সহজ জয়ে ফাইনালের লড়াইয়ের পথে খুলনা। খুলনার ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩৯ রানে গিয়ে থেমেছে চট্টগ্রাম। খুলনার হয়ে ৫২ রানের দারুণ এক ইনিংসে ম্যাচসেরা হন নুরুল হাসান সোহান। চট্টগ্রামের হয়ে শেষ দিকে লড়াই জমিয়েছিলেন স্পিনার নাঈম হাসান। ২৭ বলে ৩ চার ২ ছক্কায় ৩৪ রানের অপরাজিত খেলেছেন নাঈম। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৬ রান খরুচে ৪ উইকেট নেন পেসার আহমেদ শরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাশ্রমে ৬টি কাঠের সেতু তৈরিতে যুবকদের চমক

হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান, অতঃপর...

দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করবে জামায়াত : এটিএম মাসুম

টিআরএনবির কর্মশালার তথ্য / আন্তর্জাতিক এসএমএস সেবা খাতে সরকার রাজস্ব হারাচ্ছে ২০০ কোটি

সরকার জনগণের ন্যায্য দাবি শুনতে ও মানতে বাধ্য : তারেক রহমান

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : এ্যানি

নিশ্চিত থাকেন, দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ হবে না : ড. ইউনূস

বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে ‘প্রশাসক’ নিয়োগ দিল সরকার

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা

দেশের অনিষ্ট হয়, এমন কাজ করবেন না প্রধান উপদেষ্টা

১০

লেখক প্রশান্ত হালদারের দরজায় রাখা হতো মলমূত্র

১১

জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জুলাই ঐক্যের

১২

২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪০১ কোটি টাকা

১৩

নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না : প্রেস সচিব

১৪

এলএসডিতে শতাধিক গরু অসুস্থ, দুশ্চিন্তায় খামারিরা

১৫

চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বে নতুন মাইলফলক

১৬

গত ১৬ বছর দুর্নীতির চাষাবাদ হয়েছে : দুদক কমিশনার হাফিজ

১৭

অবৈধ রেলিক সিটির চেয়ারম্যানসহ ৩২ জনের বিরুদ্ধে রাজউকের মামলা

১৮

আগামী প্রজন্ম নজরুলকে নিয়েই এগোবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

১৯

সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন পৌনে চার লাখ শিক্ষক

২০
X