ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

ফাইনালে ওঠার উচ্ছাস রংপুর দলের। ছবি : সংগৃহীত
ফাইনালে ওঠার উচ্ছাস রংপুর দলের। ছবি : সংগৃহীত

কোয়ালিফায়ার পর্যন্ত অপরাজিতই ছিল ঢাকা মেট্রো। ফাইনালে উঠার সহজ সুযোগটাও ছিল দলটির সামনে। কিন্তু রংপুরের সামনে ছন্দ আর ধরে রাখতে পারল না মোহাম্মদ নাঈম শেখের নেতৃত্বাধীন দলটি। প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলিরা। দিনের প্রথম এলিমিনিটর জিতে ফাইনালের অপেক্ষায় খুলনা বিভাগ। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো। নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১০৭ রানে আটকে যায় তারা। দলের কেউই ৩০ এর ঘরও পেরোতে পারেনি। ছোট লক্ষ্য তাড়ায় রংপুরকেও চেপে ধরেছিল ঢাকা মেট্রোর বোলাররা। তবে শেষ পর্যন্ত ৪ বল বাকি রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।

গ্রুপ পর্বের ৭ ম্যাচেই জিতেছে ঢাকা মেট্রো। অন্যদিকে রংপুর জিতেছে মাত্র ৫টি। উভয়ের মুখোমুখি লড়াইতেও রংপুরকে পাত্তা দেয়নি ঢাকা মেট্রো। সবমিলিয়ে প্রথম কোয়ালিফায়ারে ফেবারিট ছিল ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করতে গিয়ে শুরুতে চাপে পড়ে তারা। মাত্র ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক নাঈম শেখ। ৮ম ওভারে এসে দ্বিতীয় আঘাতহানেন পেসার এনামুল হক। এরপর টানা কয়েকটি উইকেট হারায় দলটি। শেষ দিকে আমিনুল ইসলাম বিপ্লবের অপরাজিত ২৩ রানে চড়ে শতরান পেরোয় দলটি। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর। এরপর ছোট ছোট জুটিতে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়েন তানভীর হায়দার।

অন্যদিকে একই মাঠে দিনের শুরুতে হওয়া এলিমিনেটর রাউন্ডে ৭ রানে জিতেছে খুলনা। শেষ তিন ওভারে জেতার জন্য ২৯ রান করতে হতো তাদের। ওভার প্রতি প্রায় ১০ এর মতো ছিল। শেষ ওভারটাই শুধু কাজে লাগাতে পেরেছিল চট্টগ্রাম। তাতে অবশ্য সমীকরণ আর মিলল না। সহজ জয়ে ফাইনালের লড়াইয়ের পথে খুলনা। খুলনার ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩৯ রানে গিয়ে থেমেছে চট্টগ্রাম। খুলনার হয়ে ৫২ রানের দারুণ এক ইনিংসে ম্যাচসেরা হন নুরুল হাসান সোহান। চট্টগ্রামের হয়ে শেষ দিকে লড়াই জমিয়েছিলেন স্পিনার নাঈম হাসান। ২৭ বলে ৩ চার ২ ছক্কায় ৩৪ রানের অপরাজিত খেলেছেন নাঈম। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৬ রান খরুচে ৪ উইকেট নেন পেসার আহমেদ শরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১০

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৩

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১৭

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১৮

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১৯

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

২০
X