ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

ফাইনালে ওঠার উচ্ছাস রংপুর দলের। ছবি : সংগৃহীত
ফাইনালে ওঠার উচ্ছাস রংপুর দলের। ছবি : সংগৃহীত

কোয়ালিফায়ার পর্যন্ত অপরাজিতই ছিল ঢাকা মেট্রো। ফাইনালে উঠার সহজ সুযোগটাও ছিল দলটির সামনে। কিন্তু রংপুরের সামনে ছন্দ আর ধরে রাখতে পারল না মোহাম্মদ নাঈম শেখের নেতৃত্বাধীন দলটি। প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলিরা। দিনের প্রথম এলিমিনিটর জিতে ফাইনালের অপেক্ষায় খুলনা বিভাগ। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো। নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১০৭ রানে আটকে যায় তারা। দলের কেউই ৩০ এর ঘরও পেরোতে পারেনি। ছোট লক্ষ্য তাড়ায় রংপুরকেও চেপে ধরেছিল ঢাকা মেট্রোর বোলাররা। তবে শেষ পর্যন্ত ৪ বল বাকি রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।

গ্রুপ পর্বের ৭ ম্যাচেই জিতেছে ঢাকা মেট্রো। অন্যদিকে রংপুর জিতেছে মাত্র ৫টি। উভয়ের মুখোমুখি লড়াইতেও রংপুরকে পাত্তা দেয়নি ঢাকা মেট্রো। সবমিলিয়ে প্রথম কোয়ালিফায়ারে ফেবারিট ছিল ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করতে গিয়ে শুরুতে চাপে পড়ে তারা। মাত্র ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক নাঈম শেখ। ৮ম ওভারে এসে দ্বিতীয় আঘাতহানেন পেসার এনামুল হক। এরপর টানা কয়েকটি উইকেট হারায় দলটি। শেষ দিকে আমিনুল ইসলাম বিপ্লবের অপরাজিত ২৩ রানে চড়ে শতরান পেরোয় দলটি। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর। এরপর ছোট ছোট জুটিতে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়েন তানভীর হায়দার।

অন্যদিকে একই মাঠে দিনের শুরুতে হওয়া এলিমিনেটর রাউন্ডে ৭ রানে জিতেছে খুলনা। শেষ তিন ওভারে জেতার জন্য ২৯ রান করতে হতো তাদের। ওভার প্রতি প্রায় ১০ এর মতো ছিল। শেষ ওভারটাই শুধু কাজে লাগাতে পেরেছিল চট্টগ্রাম। তাতে অবশ্য সমীকরণ আর মিলল না। সহজ জয়ে ফাইনালের লড়াইয়ের পথে খুলনা। খুলনার ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩৯ রানে গিয়ে থেমেছে চট্টগ্রাম। খুলনার হয়ে ৫২ রানের দারুণ এক ইনিংসে ম্যাচসেরা হন নুরুল হাসান সোহান। চট্টগ্রামের হয়ে শেষ দিকে লড়াই জমিয়েছিলেন স্পিনার নাঈম হাসান। ২৭ বলে ৩ চার ২ ছক্কায় ৩৪ রানের অপরাজিত খেলেছেন নাঈম। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৬ রান খরুচে ৪ উইকেট নেন পেসার আহমেদ শরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

১০

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

১১

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১২

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১৩

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১৪

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৫

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৬

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৭

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৮

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৯

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

২০
X