২০২২ এর ১৮ ডিসেম্বর যেমন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি কখনো ভুলতে পারবেন না তেমনি স্পেনের নারী দলের খেলোয়াড়রা ভুলতে পারবে না ২০২৩ এর ২০ আগস্ট তারিখটা। মেসি যেমন ওইদিন নিজ দেশকে এনে দিয়েছিলেন ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা, তেমনি ২০ আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে স্প্যানিশ মেয়েরা।
বিশ্বকাপ জয়ের পর সময়টা এখন স্বপ্নের মতোই যাচ্ছে স্পেনের নারী ফুটবলারদের। কখনো বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারা দলটা এবার সরাসরি বিশ্বকাপের চ্যাম্পিয়ন! এমন আনন্দের উপলক্ষ তো খুব কমই আসে। তাই বিশ্বকাপ জেতার পর সেটা নিয়ে স্প্যানিশ নারী ফুটবলারদের উদযাপন এখনো চলমান। যার মধ্যে এক নারী ফুটবলারের উদযাপন মনে করিয়ে দিচ্ছে লিওনেল মেসির বিশ্বকাপ নিয়ে উদযাপনের কথা।
যে নারী ফুটবলারের কথা বলা হচ্ছে তিনি স্পেনের জেনিফার হারমোসো। বিশ্বকাপ জয়ের পর সেটি নিয়ে ঘুমানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন মেসি। এবার একই পথে হাঁটলেন হারমোসো।
ছবি দেখে তাদের আবেগটা অনুমান করা মোটামুটি সহজ। দুজনের কাছেই ব্যাপারটা একই, অনেকটা আবেগ আর অনেক সাধের এই বিশ্বকাপকে এক মুহূর্তের জন্যও হাতছাড়া করতে চান না মেসি এবং হারমোসো। সামাজিক যোগাযোগমাধ্যমে হারমোসোর এই ছবি বেশ ভাইরাল হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য আরও একটা কারণে ভাইরাল হারমোসো। বিশ্বকাপজয়ী এই তারকাকে পুরস্কার বিতরণী মঞ্চে ঠোঁটে চুমু খেয়েছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে বেশ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিষয়টি ‘ভালো লাগেনি’ বলে মন্তব্য করলেও পরে অবশ্য এটিকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছেন হারমোসো। রুবিয়ালেসও এ ধরনের মন্তব্যে খুব বিরক্ত হয়েছেন। স্নেহপূর্ণ এই আচরণ নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের ‘ইডিয়ট’ বলে সম্বোধন করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট।
মন্তব্য করুন