স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ডর্টমুন্ডকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে বার্সা

গোলের পর বার্সা খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত
গোলের পর বার্সা খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ে বহুদিন পর ইউরোপিয়ান আসরে বার্সার পুরনো আধিপত্যের ছাপ ফের স্পষ্ট হয়ে উঠলো। ম্যাচের জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, একটি করে গোল রাফিনহা ও তরুণ প্রতিভা লামিন ইয়ামালের।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। আক্রমণের ধার ছিল তীব্র, মাঝমাঠ থেকে বল বিলি করা, উইং থেকে আগ্রাসী উঠে আসা—সব মিলিয়ে ডর্টমুন্ডকে শুরু থেকেই রক্ষণাত্মক হতে বাধ্য করে কাতালানরা।

প্রথম গোল আসে ২৫ মিনিটে। লোপেজের ফ্রি-কিক থেকে বল পেয়ে কুবারসি সামনে বাড়ান, বল এমনেই জালে জড়াতো তবে রাফিনহা গোললাইন বরাবর বল পেয়ে জালে পাঠিয়ে দেন। অফসাইড সন্দেহ থাকলেও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ম্যাচের ৪৮ মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনহা হেড করে বল সামনে বাড়ান, আর কাছ থেকে হেডেই গোল করেন সাবেক ডর্টমুন্ড তারকা লেভানদোভস্কি।

৬৬ মিনিটে লেভানদোভস্কি তার দ্বিতীয় গোলটি করেন, এবারও ফেরমিন লোপেজের চমৎকার ড্রিবলিং ও পাস থেকে সহজ ফিনিশিং। ৭৭ মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি আসে ১৭ বছর বয়সী তারকা লামিন ইয়ামালের পা থেকে, রাফিনহার নিখুঁত থ্রু পাস থেকে দুর্দান্ত ফিনিশ করেন তিনি।

রাফিনহা এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে ছিলেন বার্সার অন্যতম সেরা পারফর্মার। অন্যদিকে, লেভানদোভস্কির জোড়া গোলও বড় ম্যাচে তার অভিজ্ঞতার জানান দেন।

ডর্টমুন্ড চেষ্টা করেও বলের দখল বা আক্রমণে বার্সার ধারেকাছে আসতে পারেনি। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে ডর্টমুন্ডের বিপক্ষে এটি তার সপ্তম দেখা এবং সবগুলোতেই জয় পেয়েছেন এই জার্মান।

এই জয়ে সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে জার্মানিতে মাঠে নামবে দুই দল, তবে ৪-০ ব্যবধান নিয়ে বার্সেলোনাকে থামানো কঠিনই হবে ডর্টমুন্ডের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১০

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১১

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১২

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৪

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৬

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৭

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৮

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৯

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

২০
X