

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গুরুতর গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হয়ে দলে নেই দলের মূল গোলকিপার থিবো কোর্তোয়া— যে খবরটি জাবি আলোনসোর জন্য নিঃসন্দেহে নতুন উদ্বেগের কারণ।
মঙ্গলবার ভোরে ভ্যালদেবেবাসে দলের অনুশীলন শুরুর আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ট্রেনিং গ্রাউন্ড ছেড়ে যেতে বাধ্য হন বেলজিয়ান গোলরক্ষক। রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ পরবর্তীতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে— কোর্তোয়া ভুগছেন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ভাইরাল ইনফেকশনে এবং সে কারণেই তিনি অলিম্পিয়াকোসের বিপক্ষে অ্যাথেন্স সফর থেকে ছিটকে গেছেন।
বিবৃতিতে জানানো হয়, ‘আজ আমাদের খেলোয়াড় থিবো কোর্তোয়ার ওপর পরিচালিত পরীক্ষায় তার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ভাইরাল সংক্রমণ ধরা পড়েছে। ফলে সে অ্যাথেন্স সফরে থাকতে পারছে না। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।’
রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা যেন থামছেই না। ইতোমধ্যেই স্কোয়াডে নেই কারভাহাল, মিলিতাও ও আলাবা। নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে হুইসেনকে নিয়েও।
এই অবস্থায় প্রথম গোলরক্ষক কোর্তোয়ার অনুপস্থিতি জাভি আলোনসোর পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে আসছে।
এই মৌসুমে রিয়ালের হয়ে প্রতিটি ম্যাচে গোলপোস্ট সামলেছেন কোর্তোয়া। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ হবে তার প্রথম অনুপস্থিতি, আর সেটিই খুলে দিচ্ছে লুনিনের মৌসুমের প্রথম একাদশে নামার সুযোগ।
টানা ইনজুরি, স্কোয়াড সংকট আর কোচিং স্টাফের চাপের মাঝে জাবি আলোনসোর দল ম্যাচের পর ম্যাচ লড়াই করেই যাচ্ছে। তিন ম্যাচে জয়হীন রিয়ালের সামনে এখন গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ পরীক্ষাও অপেক্ষা করছে। কোর্তোয়া ছাড়া সেই পরীক্ষা কতটা কঠিন হবে— তা বলাই বাহুল্য।
অ্যাথেন্সে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালকে তাই এই নতুন দুঃসংবাদ নিয়েই শেষ প্রস্তুতি সারতে হচ্ছে।
মন্তব্য করুন