স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর বয়সেই রিয়ালে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিস্ময়বালক

ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। ছবি : সংগৃহীত
ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। ছবি : সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়াতে চলেছেন আর্জেন্টাইন বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। রিভার প্লেটের এই উঠতি তারকাকে ঘিরে গুঞ্জন চলছিল বহুদিন, এবার তা বাস্তব হতে চলেছে।

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক সেবাস্তিয়ান স্রুর জানিয়েছেন, রিভার প্লেটের সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মাস্তান্তুয়ানো নিজেও ছয় বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন। চুক্তি অনুযায়ী তিনি ২০৩১ সাল পর্যন্ত থাকবেন সান্তিয়াগো বার্নাব্যুতে।

প্রথমে ধারণা করা হয়েছিল, মাস্তান্তুয়ানো রিভার প্লেটের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলে তবেই রিয়ালে যোগ দেবেন। কিন্তু এখন জানা গেছে, এই অ্যাটাকিং মিডফিল্ডার রিভার ছাড়ছেন তাৎক্ষণিকভাবে এবং রিয়াল মাদ্রিদের মূল দলে সরাসরি যোগ দিচ্ছেন তিনি।

মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আগামী সপ্তাহেই শুরু করবেন অনুশীলন। এরপর যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে ‘লস ব্ল্যাঙ্কোস’-এর হয়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে।

সাধারণত ১৮ বছর হওয়ার আগে ইউরোপিয়ান ক্লাবগুলো বাইরের তরুণ খেলোয়াড়দের সাইন করতে পারে না। তবে মাস্তান্তুয়ানোর ইতালিয়ান পাসপোর্ট থাকায় রিয়াল মাদ্রিদ তাকে এখনই রেজিস্টার করতে পারছে। ফলে বয়সের বাঁধা হয়ে দাঁড়ায়নি এই চুক্তির ক্ষেত্রে।

কেবল মাস্তান্তুয়ানো নয়, ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হতে চলেছে আরও দুই নতুন খেলোয়াড়—ডিন হুয়িসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের। স্পেনীয় ক্লাবটি এবার বিশ্বকাপে একেবারে তরতাজা ও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে।

এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ সময়মতো বেনফিকার আলভারো ক্যারাসকেও দলে নিতে পারে কি না, যাকে নিয়েও আলোচনার শেষ নেই।

ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মতো প্রতিভাবান তরুণ যখন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে পা রাখেন, তখন ফুটবলপ্রেমীদের চোখ স্বাভাবিকভাবেই তার দিকে যায়। বয়স অল্প হলেও দক্ষতায় তিনি ইতোমধ্যে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। এখন দেখার বিষয়, ক্লাব বিশ্বকাপের মঞ্চে এই তরুণ ‘নতুন গ্যালাকটিকো’ কতটা আলো ছড়াতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : মাহবুবুর রহমান  

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

১০

দুর্গাপূজা উপলক্ষে তুরাগে শতাধিক হিন্দু পরিবারকে তারেক রহমানের উপহার

১১

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

১২

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

১৩

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

১৪

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

১৬

আয়কর দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব : তাসকীন

১৭

হজ প্যাকেজ ঘোষণা রোববার

১৮

সেন্টমার্টিনে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি : পরিবেশ উপদেষ্টা 

১৯

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

২০
X