ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

অনুশীলন করছেন খেলোয়াড়রা। ছবি: ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন
অনুশীলন করছেন খেলোয়াড়রা। ছবি: ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতির শুরুর দিনে আবাহনীর জার্সিতে দেখা গেল শেখ মোরসালিন ও আল আমিনকে। জাতীয় দলের দুই ফরোয়ার্ডকে প্রথমবারের মতো আকাশি-হলুদ জার্সিতে দেখা যাবে আগামী মৌসুমে।

উজ্জ্বল সম্ভাবনাময় হিসেবে ঘরোয়া ফুটবলে আত্মপ্রকাশ করা শেখ মোরসালিনের গত দুই মৌসুম খুব একটা ভালো যায়নি। বিশেষ করে গত মৌসুম। বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে। সঙ্গে ছিল মাঠের বাইরের নানা নেতিবাচক বিষয়। এসব পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ নিতে বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে এসেছেন শেখ মোরসালিন।

‘নিয়মিত খেলা এবং দলকে সাহায্য করার লক্ষ্য নিয়ে আবাহনীতে এসেছি। আবাহনী তো ঐতিহ্যবাহী দল। সেরাটা দিয়ে আবাহনীকে সহায়তা করতে চাই’—বলছিলেন শেখ মোরসালিন। জাতীয় দলের এ উইঙ্গার আরও বলেন, ‘এই ক্লাবে আসা আমার জন্য ভালো হবে বলে মনে হয়েছে, তাই এসেছি। ভবিষ্যতে কী হবে—এটা তো কেউ বলতে পারবেন না। ভালো-খারাপ দুটিই হতে পারে। দেখা যাক কী হয়।’

আবাহনীর আক্রমণভাগে শেখ মোরসালিনের সঙ্গী হতে যাচ্ছেন জাতীয় দলের আরেক ফরোয়ার্ড আল আমিন। এ নিয়ে উচ্ছ্বসিত গত মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলা স্ট্রাইকার, ‘আগামী মৌসুমে আমি আবাহনীতে খেলব। আবাহনীর মতো ক্লাবে খেলাটা আনন্দের বিষয়। কারণ এটি দেশের অন্যতম সমর্থকপুষ্ট ক্লাব। আমি নিয়মিত খেলতে চাই, দলকে সহায়তা করতে চাই।’

নতুন মৌসুম সামনে রেখে শুরু হওয়া আবাহনীর প্রথম প্রস্তুতিতে নতুন দুই রিক্রুটের উপস্থিতির বিষয় নিশ্চিত করেছেন আবাহনীর কোচিং স্টাফ কাজী নজরুল ইসলাম। গুঞ্জন আছে, আবাহনীতে দেখা যাবে সুলেমান দিয়াবাতেকেও। যদিও ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, এখনো কোনোকিছু চূড়ান্ত হয়নি। সুলেমান দিয়াবাতের গন্তব্য নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ স্ট্রাইকার যে মোহামেডানে থাকছেন না—এটা নিশ্চিত। প্রায় দুই যুগ পর ঐতিহ্যবাহী ক্লাবটিকে লিগ শিরোপা জেতানোয় অগ্রণী ভূমিকা রাখা মালির এ ফুটবলার ক্লাব ছাড়লেও থাকছেন মুজাফফর মুজাফফরভ। মোহামেডানের হয়ে আরও শিরোপা জিততে চান উজবেকিস্তানের এ মিডফিল্ডার।

বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে মোহামেডানে থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগে ৫৩ ম্যাচে ১১ গোল এবং ১৬ অ্যাসিস্ট করা এ মিডফিল্ডার। মোহামেডান অবশ্য এ ফুটবলারকে ধরে রাখার কথা আগেই জানিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণা এলো ৩০ বছর বয়সী ফুটবলারের তরফ থেকে।

ফেসবুক পোস্টে মুজাফফর মুজাফফরভ লিখেছেন, ‘আমি অনেক ভেবেছি, আমার কাছে অন্য ক্লাবের প্রস্তাবও ছিল। কিন্তু আমি আমার ভালোবাসার ক্লাব মোহামেডানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ ভালোবাসা ও শিরোপার ইমোজি দিয়ে মুজাফফর মুজাফফরভ আরও লিখেছেন, ‘আমরা আবার চ্যাম্পিয়ন হব এবং ইতিহাস লেখা চালিয়ে যাব, মোহামেডান।’

সুলেমান দিয়াবাতের জায়গায় মোহামেডান রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির স্যামুয়েল বোয়েটাংকে নিচ্ছে বলে শোনা যাচ্ছে। গত লিগে ১৬ ম্যাচে ১৯ গোল করেছিলেন সুলেমান দিয়াবাতে। সমান ১৯ গোল করতে স্যামুয়েল বোয়েটাং অবশ্য দুই ম্যাচ বেশি খেলেছেন। দুই ফুটবলার যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন সর্বশেষ লিগে।

এদিকে জাতীয় দলের ফরোয়ার্ড সুমন রেজা আবাহনী ছেড়ে মোহামেডানের যাচ্ছেন। বসুন্ধরা কিংস ঘুরে আবাহনীতে এসেছিলেন তিনি। ইনজুরি আক্রান্ত হওয়া মৌসুমে ধানমন্ডির ক্লাবটির হয়ে ৩ গোল করেছিলেন সুমন রেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ : ড. জালাল উদ্দিন

চলনবিল রক্ষায় কঠোর প্রশাসন

‘নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল প্রস্তুত’

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

১৮ জুলাই স্মৃতিচারণ করে নাছিরের ফেসবুক স্ট্যাটাস

১০

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১১

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

১২

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

১৩

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

১৪

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

১৫

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

১৬

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

১৭

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

১৮

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

১৯

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

২০
X