ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০১:৫৬ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

অনুশীলন করছেন খেলোয়াড়রা। ছবি: ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন
অনুশীলন করছেন খেলোয়াড়রা। ছবি: ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতির শুরুর দিনে আবাহনীর জার্সিতে দেখা গেল শেখ মোরসালিন ও আল আমিনকে। জাতীয় দলের দুই ফরোয়ার্ডকে প্রথমবারের মতো আকাশি-হলুদ জার্সিতে দেখা যাবে আগামী মৌসুমে।

উজ্জ্বল সম্ভাবনাময় হিসেবে ঘরোয়া ফুটবলে আত্মপ্রকাশ করা শেখ মোরসালিনের গত দুই মৌসুম খুব একটা ভালো যায়নি। বিশেষ করে গত মৌসুম। বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে। সঙ্গে ছিল মাঠের বাইরের নানা নেতিবাচক বিষয়। এসব পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ নিতে বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে এসেছেন শেখ মোরসালিন।

‘নিয়মিত খেলা এবং দলকে সাহায্য করার লক্ষ্য নিয়ে আবাহনীতে এসেছি। আবাহনী তো ঐতিহ্যবাহী দল। সেরাটা দিয়ে আবাহনীকে সহায়তা করতে চাই’—বলছিলেন শেখ মোরসালিন। জাতীয় দলের এ উইঙ্গার আরও বলেন, ‘এই ক্লাবে আসা আমার জন্য ভালো হবে বলে মনে হয়েছে, তাই এসেছি। ভবিষ্যতে কী হবে—এটা তো কেউ বলতে পারবেন না। ভালো-খারাপ দুটিই হতে পারে। দেখা যাক কী হয়।’

আবাহনীর আক্রমণভাগে শেখ মোরসালিনের সঙ্গী হতে যাচ্ছেন জাতীয় দলের আরেক ফরোয়ার্ড আল আমিন। এ নিয়ে উচ্ছ্বসিত গত মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলা স্ট্রাইকার, ‘আগামী মৌসুমে আমি আবাহনীতে খেলব। আবাহনীর মতো ক্লাবে খেলাটা আনন্দের বিষয়। কারণ এটি দেশের অন্যতম সমর্থকপুষ্ট ক্লাব। আমি নিয়মিত খেলতে চাই, দলকে সহায়তা করতে চাই।’

নতুন মৌসুম সামনে রেখে শুরু হওয়া আবাহনীর প্রথম প্রস্তুতিতে নতুন দুই রিক্রুটের উপস্থিতির বিষয় নিশ্চিত করেছেন আবাহনীর কোচিং স্টাফ কাজী নজরুল ইসলাম। গুঞ্জন আছে, আবাহনীতে দেখা যাবে সুলেমান দিয়াবাতেকেও। যদিও ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, এখনো কোনোকিছু চূড়ান্ত হয়নি। সুলেমান দিয়াবাতের গন্তব্য নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ স্ট্রাইকার যে মোহামেডানে থাকছেন না—এটা নিশ্চিত। প্রায় দুই যুগ পর ঐতিহ্যবাহী ক্লাবটিকে লিগ শিরোপা জেতানোয় অগ্রণী ভূমিকা রাখা মালির এ ফুটবলার ক্লাব ছাড়লেও থাকছেন মুজাফফর মুজাফফরভ। মোহামেডানের হয়ে আরও শিরোপা জিততে চান উজবেকিস্তানের এ মিডফিল্ডার।

বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে মোহামেডানে থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগে ৫৩ ম্যাচে ১১ গোল এবং ১৬ অ্যাসিস্ট করা এ মিডফিল্ডার। মোহামেডান অবশ্য এ ফুটবলারকে ধরে রাখার কথা আগেই জানিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণা এলো ৩০ বছর বয়সী ফুটবলারের তরফ থেকে।

ফেসবুক পোস্টে মুজাফফর মুজাফফরভ লিখেছেন, ‘আমি অনেক ভেবেছি, আমার কাছে অন্য ক্লাবের প্রস্তাবও ছিল। কিন্তু আমি আমার ভালোবাসার ক্লাব মোহামেডানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ ভালোবাসা ও শিরোপার ইমোজি দিয়ে মুজাফফর মুজাফফরভ আরও লিখেছেন, ‘আমরা আবার চ্যাম্পিয়ন হব এবং ইতিহাস লেখা চালিয়ে যাব, মোহামেডান।’

সুলেমান দিয়াবাতের জায়গায় মোহামেডান রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির স্যামুয়েল বোয়েটাংকে নিচ্ছে বলে শোনা যাচ্ছে। গত লিগে ১৬ ম্যাচে ১৯ গোল করেছিলেন সুলেমান দিয়াবাতে। সমান ১৯ গোল করতে স্যামুয়েল বোয়েটাং অবশ্য দুই ম্যাচ বেশি খেলেছেন। দুই ফুটবলার যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন সর্বশেষ লিগে।

এদিকে জাতীয় দলের ফরোয়ার্ড সুমন রেজা আবাহনী ছেড়ে মোহামেডানের যাচ্ছেন। বসুন্ধরা কিংস ঘুরে আবাহনীতে এসেছিলেন তিনি। ইনজুরি আক্রান্ত হওয়া মৌসুমে ধানমন্ডির ক্লাবটির হয়ে ৩ গোল করেছিলেন সুমন রেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন / নবাব আব্দুল লতিফ হলের ফল ঘোষণা

রাকসুতে ৮ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

রাকসু নির্বাচন / শের-ই বাংলা হলের ফল ঘোষণা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

১০

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১১

সেমিফাইনালে থামলেন জারিফ

১২

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

১৩

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

১৪

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১৫

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১৬

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

১৭

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

১৮

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

২০
X