স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিনালিসিমা আয়োজন করতে চায় উরুগুয়ে

এই বিখ্যাত স্টেডিয়ামেই হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিসিমার লড়াই। ছবি : সংগৃহীত
এই বিখ্যাত স্টেডিয়ামেই হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিসিমার লড়াই। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকা ও ইউরো জয়ের পর দুই চ্যাম্পিয়নের লড়াই—ফিনালিসিমা ২০২৬—ঘিরে জমে উঠছে উত্তেজনা। আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার এই ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা। এবার সেই তালিকায় জোরালোভাবে ঢুকে পড়েছে দক্ষিণ আমেরিকার একটি ঐতিহাসিক ভেন্যু—উরুগুয়ের সেন্টেনারিও স্টেডিয়াম।

উরুগুয়ের ফুটবল ফেডারেশন এরই মধ্যে এই ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে এবং সেন্টেনারিও স্টেডিয়ামকে ভেন্যু করার জন্য শুরু হয়েছে প্রস্তুতিও। মার্চ ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিতব্য এই ম্যাচের সময়সূচি নিশ্চিত হলেও, ভেন্যু এখনো চূড়ান্ত নয়। শুরুতে সম্ভাব্য ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার ও সৌদি আরবের নাম শোনা গেলেও শেষদিকে উরুগুয়ে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

এই ফিনালিসিমাকে ঘিরে উরুগুয়ের প্রস্তাবটা শুধু একটি ম্যাচ আয়োজনের কথা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ভেন্যু ছিল মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়াম। ২০৩০ সালের বিশ্বকাপে শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে সেখানে হবে উদ্বোধনী ম্যাচ, এরপর আসর সরে যাবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কোয়।

এর আগে সেন্টেনারিওতে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাবকে ধরা হচ্ছে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন হিসেবে। কারণ, এটি হতে পারে এই কিংবদন্তি স্টেডিয়ামে সংস্কারের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ।

যদিও এখনো আনুষ্ঠানিক কিছু ঘোষিত হয়নি, তবে উরুগুয়ের ক্রীড়া কর্তৃপক্ষ এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ২০২৩ সালে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার তারাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।

এ ম্যাচ আয়োজন নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া এবং স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান রাফায়েল লাউজানের মধ্যে সমঝোতা হয়েছে গত মে মাসে আসুনসিওনে অনুষ্ঠিত ফিফার ৭৫তম কংগ্রেসে। সেখানেই আলোচনার সূচনা, যা এখন বাস্তবতার কাছাকাছি।

সবকিছু ঠিকঠাক চললে মার্চ ২০২৬-এ ফুটবল বিশ্ব আরও একবার দেখতে পাবে চ্যাম্পিয়নদের লড়াই। আর যদি ভেন্যু হয় ঐতিহাসিক সেন্টেনারিও, তাহলে তা হয়ে উঠবে শুধু একটি ম্যাচ নয়—একটি আবেগ, একটি ঐতিহ্যের পুনর্জন্ম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

বিএনপির ২৭ নেতাকে দুঃসংবাদ

বাংলাদেশের থাকলেও পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই

হাঁস চুরির বিচার করায় ৩ জনকে কুপিয়ে জখম

বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি

আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না?

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

অধ্যাদেশ অনুযায়ী ক্ষুদ্রঋণ গ্রহীতারাও হবেন ব্যাংকের মালিক

রুমিনের পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত

তারেক রহমানের প্রিয় সিনেমা  ‘এয়ার ফোর্স ওয়ান’

১০

শবেবরাত নিয়ে ৫ ভুল ধারণা, সমাধান জানালেন মুফতি আবদুল মালেক

১১

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

১২

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১৩

স্কুলছাত্র নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড  ​

১৪

পাকিস্তানের ‘পরিকল্পনা’ ফাঁস!

১৫

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

১৬

জামায়াত নেতা নিহতের ঘটনায় যা বলল বিএনপি

১৭

আয়কর রিটার্ন জমার সময় বেড়েছে

১৮

বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নের উদ্যোগ 

১৯

শিক্ষকদের বেতন-সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

২০
X